কাকদ্বীপ, 1 নভেম্বর: বাজারে যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন ৷ কিন্তু,আর বাড়ি ফেরা হয়নি ৷ পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর একসময় হাল ছেড়ে দিয়েছিল ৷ অবশেষে হ্যাম রেডিয়োর সহযোগিতায় বাড়ি ফিরল বিহারের ঔরঙ্গাবাদ জেলার রামপুর এলাকার বাসিন্দা সঞ্জয় পাসওয়ান (55) ৷ বুধবার পরিবারের লোকজনেরা দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের অক্ষয়নগর এলাকা থেকে সঞ্জয় পাসওয়ানকে বাড়ি ফিরিয়ে নিয়ে গেলেন ৷
12 বছর পর পরিবারকে কাছে পেয়ে খুশি সঞ্জয় পাসওয়ান ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ মহকুমার অক্ষয়নগর এলাকায় বেশ কয়েকদিন ধরে ওই ব্যক্তি ভবঘুরের মতো ঘোরাঘুরি করছিলেন ৷ এরপর স্থানীয় এক ব্যবসায়ী শ্রীনিবাস দাস বেশ কয়েকবার তাঁর সঙ্গে কথা বলেন ৷ তাঁর পরিচয় ও ঠিকানা জানার চেষ্টা করেন ৷ কিন্তু, 12 বছর আগেকারের কথা মনে ছিল না সঞ্জয়ের ৷ কথার মধ্যে অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছিল ৷ এরপর ওই ব্যবসায়ী ওয়েস্ট বেঙ্গল হ্যাম রেডিয়োর সম্পাদক অম্বরিশ নাগ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করেন ৷
হ্যাম রেডিয়োর প্রতিনিধি দিবস মণ্ডল তাঁর সঙ্গে কথা বলে বাড়ির ঠিকানা জানার চেষ্টা করেন ৷ তার পরেই হ্যাম রেডিয়োর দলের পক্ষ থেকে সঞ্জয় পাসওয়ানের বাড়ির ঠিকানা খুঁজে বার করা হয় ৷ পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন অম্বরিশ নাগ বিশ্বাস ৷ সঞ্জয় পাসওয়ানের ছবি দেখানো হয় পরিবারের সদস্যদের ৷ সঞ্জয়ের ছবি দেখে চিনতে পারে পরিবারের সদস্যরা ৷ পরিচয়পত্র এবং অন্যান্য তথ্যপ্রমাণ যাচাই করে সুন্দরবন পুলিশ জেলার সহযোগিতায় ও হ্যাম রেডিয়োর তত্ত্বাবধানে অবশেষে পরিবারের হাতে সঞ্জয় পাসওয়ানকে তুলে দেওয়া হয় ৷ কিন্তু, কীভাবে বিহার থেকে পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকায় এলেন তিনি ? তা বলতে পারেননি স্মৃতি শক্তি দুর্বল হয়ে যাওয়া সঞ্জয় ৷