বিষ্ণুপুর, 17 জুলাই: গত শুক্রবার রাতে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের দক্ষিণবাগিতে দুষ্কৃতীদের গুলিতে খুন হন তৃণমূল কর্মী প্রলয় মণ্ডল। সেই খুনে প্রতিবেশী বীরেন মণ্ডলের বিরুদ্ধে এফআইআর দায়ের করে নিহতের পরিবার। খুনের ঘটনায় বীরেনের দুই সহযোগী আরিফ আলি মণ্ডল ও বিপ্লব মণ্ডলকে স্থানীয় সামালি থেকে গ্রেফতার করল পুলিশ। প্রলয় একসময় তাঁর দাদা বেতাল মণ্ডল এবং অভিযুক্ত বীরেন মণ্ডলের সঙ্গে একসঙ্গে এলাকায় প্রোমোটিং করতেন। পরে বেতাল আলাদা হয়ে নতুন দল গড়ে। তারপর থেকে দু'পক্ষের শত্রুতা চরমে ওঠে বলে অভিযোগ।
গতবছর বীরেনকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল প্রলয়ের দলবল। অল্পের জন্য রক্ষা পায় সে। তারপর থেকে বাড়ি ছাড়া ছিল বীরেন। পালটা শুক্রবার রাতে প্রলয়কে বাড়ির খুব কাছে দুষ্কৃতীরা ঘিরে ধরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে। মূলত এলাকা দখল ও প্রমোটিং বিবাদের জেরে এই খুন বলে দাবি ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ ঢালীর। মূল অভিযুক্ত বীরেন পলাতক।