দিনহাটা, 7 মে: কেন্দ্রীয় মন্ত্রীদের গ্রেফতারের দাবি জানালেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ ৷ শিক্ষা দুর্নীতির অভিযোগে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে ৷ এদিকে আদালতে পেশ করা চার্জশিটে ইডি দাবি করেছে, গরুপাচারে বিএসএফ মদত জুগিয়েছে ৷ তাই মন্ত্রীর প্রশ্ন, বিএসএফ যে মন্ত্রকের অধীনে সেই মন্ত্রীকে কেন গ্রেফতার করা হবে না ? কিন্তু কোন মন্ত্রীকে গ্রেফতার করা উচিত ? এই প্রশ্নের উত্তরে দিনহাটার তৃণমূল বিধায়কের দাবি, "আমার খুব একটা পড়াশোনা নেই ৷ তাই জানা নেই বিএসএফ-এর মন্ত্রকের দায়িত্বে কারা আছেন !"
তাঁর দাবি, দেশের স্বার্থে গরুপাচার ইস্যুতে বিএসএফের দায়িত্বে থাকা মন্ত্রকের মন্ত্রীকে কেন গ্রেফতার করা হোক । উদয়ন আরও জানান, গরু যে রাজ্যগুলির মধ্যে দিয়ে বাংলায় আসে, সেগুলির অধিকাংশই বিজেপি শাসিত ৷ তাঁর প্রশ্ন, সেই রাজ্যগুলি থেকে গরু আসছে কী করে ? যে রাজ্যের উপর দিয়ে আসে, সেই রাজ্যগুলি কী করে এই গরুপাচারকে অনুমোদন করে ? মন্ত্রীর অভিযোগ, সেক্ষেত্রে কাউকে গ্রেফতার করা হচ্ছে না ৷