পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mekhliganj Border: অবৈধভাবে সীমান্ত পেরোনার চেষ্টা, গ্রেফতার চার বাংলাদেশী বৃহন্নলা

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার পথে গ্রেফতার 4 বৃহন্নলা ৷ গোপনসূত্রে খবর পেয়ে অভিযুক্তদের গ্রেফতার করেছে কুচলিবাড়ী থানার পুলিশ (Four Bangaladeshi Hijra arrested at Mekhliganj Border) ৷

Police Arrested 4 Transgender
গ্রেফতার 4 বাংলাদেশি বৃহন্নলা

By

Published : Jul 4, 2022, 7:13 AM IST

মেখলিগঞ্জ, 4 জুলাই: অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার আগে পুলিশের হাতে গ্রেফতার 4 বৃহন্নলা ৷ ধৃতরা হলেন গঙ্গা জবা, সুইটি রায়, ঝিলমিল খান ও ফরিদা খাতুন ৷ অভিযুক্তদের সাহায্য করতে গিয়ে ধরা পড়েছেন মহম্মদ রুবেল ও এক টোটোচালক আব্দুল রহমান ৷ মেখলিগঞ্জ সীমান্তের কুচলিবাড়ির চিত্তরমোর এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ (Four Bangaladeshi Hijra arrested at Mekhliganj Border) ৷

জানা গিয়েছে, কয়েকদিন আগেই অবৈধভাবে ভারতে এসেছিল ওই চার বৃহন্নলা ৷ শনিবার রাতে তারা বাংলাদেশে ফিরে যেতে উদ্যোগী হয় ৷ ধৃত গঙ্গা জবা বাংলাদেশের কুমিল্লা, সুইটি রায় লালমনিরহাট, ঝিলমিল খান কিশোরগঞ্জ ও ফরিদা খাতুন শেরপুর এলাকার বাসিন্দা ৷

আরও পড়ুন:বসিরহাট সীমান্তে 40 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

পুলিশ সূত্রে খবর, অবৈধ ভাবে বাংলাদেশে ফিরতে গিয়েই শনিবার অভিযুক্তরা পুলিশে হাতে ধরা পড়েছেন ৷ জেলা পুলিশের তরফে সক্রিয় এই অনুপ্রবেশ চক্রের বিষয়ে তদন্ত শুরু হয়েছে ৷ কোচবিহারের অ্যাডিশনাল এসপি অমিত ভার্মা জানান, চারজন বৃহন্নলা যারা বাংলাদেশি নাগরিক, তাদের গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতদের কাছ থেকে 7টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে ।

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details