কোচবিহার, 5 অগস্ট:উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ঘনিষ্ঠ তৃণমূল নেতা তাপস দাস তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন । তাপস বাবু বড়শাকদল গ্রাম পঞ্চায়েত সদস্যও ৷ শনিবার বিকেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়িতে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় । নিশীথ প্রামাণিক ছাড়াও বিজেপি জেলা সভাপতি, বিধায়ক সুকুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন সেখানে ।
গিতালদহ-1 গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আবুয়াল আজাদও শনিবার বিজেপিতে যোগ দেন । দুই নেতার হাতে বিজেপির পতাকা তুলে দেন কেন্দ্রীয় মন্ত্রী । কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এদিন বলেন, "পঞ্চায়েত নির্বাচনে ভোটের নামে প্রহসন হয়েছে । তাই বহু মানুষ এটাকে মেনে নিতে পারছেন না । তৃণমূলের অনেকেই এটা মানতে পারছেন না । তাই তারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন । তাদের স্বাগত জানাচ্ছি ।"
যদিও তৃণমূল নেতা দীপক ভট্টাচার্য জানিয়েছেন, তাপস দাসের দল ছেড়ে যাওয়ায় তৃণমূলে কোনও প্রভাব পড়বে না । দিনহাটা-2 ব্লকের দাপুটে নেতা হিসেবে পরিচিত তাপস দাস উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর ঘনিষ্ঠ বলেই পরিচিত । এবারের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের টিকিটে বড়শাকদল গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতেন তাপস । তাই তাঁর এই দলত্যাগ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷