পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Leader Threatens গুড় বাতাসা বিলি করলে পিঠে চড়াম চড়াম ঢাক বাজানোর নিদান, বিতর্কে ইলামবাজারের তৃণমূল নেতা

পুলিশকে বোমা মারা, গুড়-বাতাসা যদি ইলামবাজারে কেউ গুড়-বাতাসা বিলি করে তার পিঠের চামড়ায় চড়াম-চড়াম করে ঢাক বাজবে।

TMC Leader Threatens
বিতর্কে ইলামবাজারের তৃণমূল নেতা

By

Published : Aug 12, 2022, 10:40 PM IST

ইলামবাজার, 12 অগস্ট: রাজ্যে তৃণমূল শাসনে বীরভূম জেলার দোর্দন্ডপ্রতাপ নেতা হিসেবে তাঁর উত্থানকে চমকপ্রদ বললেও কম বলা হয় ৷ উত্তরোত্তর প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধির সঙ্গেই তাঁর সংলাপের জন্য বাংলায় জনপ্রিয়তার শীর্ষে ছিলেন তিনি ৷ পুলিশকে বোমা মারা, গুড়-বাতাসা, চড়াম চড়াম ঢাক বাজানোর নিদান দিয়ে খ্যাতির শীর্ষে পৌঁছেছিলেন একদা মাছ ব্য়বসায়ী দিদির প্রিয় 'কেষ্ট' ৷ কিন্তু গরু পাচার কাণ্ডে গ্রেফতার হওয়ার পর অনুব্রতকে তাঁর অস্ত্রেই ঘায়েল করছে বিরোধী শিবির ৷ চড়াম চড়াম বলে কটাক্ষ করা থেকে শুরু করে এলাকায় এলাকায় গুড়-বাতাসা বিলি করে অনুব্রতর গ্রেফতারি উদযাপন করছে বিজেপি-বাম সমর্থকেরা ৷ সব দেখেশুনে শুক্রবার বিরোধীদের উদ্দেশ্য করে হুমকি ছুড়ে দিলেন অনুব্রতর গড়েরই এক তৃণমূল নেতা (TMC leader in Illambazar made a controversial statement in support of Anubrata Mandal) ৷

"যদি ইলামবাজারে কেউ গুড়-বাতাসা বিলি করে তবে তার পিঠের চামড়ায় চড়াম-চড়াম করে ঢাক বাজবে।" অনুব্রত গ্রেফতার হওয়ার পর এদিন তাঁর সমর্থনে ইলামবাজারে পথসভা থেকে হুমকি দিলেন তৃণমূল নেতা দুলাল রায় ৷ উল্লেখ্য, এই ইলামবাজার পশুহাট থেকে গরু কিনে তা পাচার করা হত পড়শি দেশে ৷ সেই পাচারের টাকাতেই নাকি প্রতিপত্তি বেড়েছে অনুব্রতর ৷ এমনই অভিযোগে তৃণমূল বীরভূম জেলা সভাপতিকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এদিন, রাজ্যজুড়ে ইডি-সিবিআইকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ সোচ্চার হয় তৃণমূল। সেইমতো ইলামবাজারেও অনুব্রতর সমর্থনে মিছিল করে তৃণমূল।

আরও পড়ুন: চিন্তা করিস না, সিবিআইয়ের ফোন থেকে মেয়েকে বললেন অনুব্রত

মিছিল শেষে পথসভা করা হয় ৷ সেখানে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের ইলামবাজার ব্লক সাধারণ সম্পাদক দুলাল রায় কার্যত হুঁশিয়ারির সুরে বলেন, "নার্ভাস হওয়ার কোনও কারণ নেই ৷ এই ইলামবাজারে যদি কেউ গুড়-বাতাসা বিলি করে তার পিঠের চামড়ায় চড়াম-চড়াম করে ঢাক বাজাবো ৷ কথা দিয়ে রাখছি ৷"

ABOUT THE AUTHOR

...view details