বোলপুর, 20 জুলাই: বিশ্বভারতীর জমি বিতর্কে অধ্যাপক অমর্ত্য সেনের পাশে দাঁড়ালেন আরও এক নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদ জোসেফ ইউজিন স্টিগলিটজ ৷ অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিলেন তিনি ৷ এছাড়া, বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে রাষ্ট্রপতিকে চিঠি লিখলেন ভারতীয় অর্থনীতিবিদ অমিয় কুমার বাগচিও ৷
উল্লেখ্য, এর আগে দেশ-বিদেশের 304 জন বিশিষ্ট শিক্ষাবিদ অমর্ত্য সেনের সমর্থনে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছিলেন ৷ তাঁদের মধ্যে অন্যতম মার্কিন অর্থনীতিবিদ জর্জ আর্থার একারলফ ৷ 2001 সালে মার্কিন অর্থনীতিবিদ জোসেফ ইউজিন স্টিগলিটজ, জর্জ আর্থার একারলফ ও অ্যান্ড্রু মাইকেল স্পেন্স একসঙ্গে নোবেল পুরস্কার পেয়েছিলেন ৷
অর্থনীতিবিদ অমর্ত্য সেন 1.38 ডেসিমেল জমি দখল করে রেখেছেন ৷ এই অভিযোগ তুলে 'ভারতরত্ন' অধ্যাপক সেনকে 'জমি কব্জাকারী' বলে উল্লেখ করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷ তাঁর কাছ থেকে এই জমি ফেরত চেয়ে উচ্ছেদের নোটিশও দিয়েছে তারা ৷ সংবাদমাধ্যমে প্রবীণ অর্থনীতিবিদকে তির্যক ভাষায় আক্রমণ করে বিতর্কে জড়িয়েছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ৷ যদিও, বিশ্বভারতীর উচ্ছেদের নোটিশ নিয়ে ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছেন অমর্ত্য সেন ৷