পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বোলপুরে ডায়ারিয়ার প্রকোপ, হাসপাতালে ভরতি ২৫ জন

ডায়ারিয়ায় আক্রান্ত বোলপুরের কংকালীতলা গ্রাম পঞ্চায়েতের ধলটেকুরি গ্রাম । ইতিমধ্যে গুরুতর অবস্থায় প্রায় ২৫ জনকে বোলপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে । গ্রামে পাঠানো হয়েছে মেডিকেল টিম । আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ।

বোলপুর হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত ২৫

By

Published : Nov 12, 2019, 3:18 PM IST

বোলপুর, ১২ নভেম্বর : ডায়ারিয়ায় আক্রান্ত বোলপুরের কংকালীতলা গ্রাম পঞ্চায়েতের ধলটেকুরি গ্রাম । অসুস্থ ২৫ জনকে বোলপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে । গ্রামে পাঠানো হয়েছে মেডিকেল টিম । গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়েছে ।

নলকূপের অপরিশ্রুত জল ও পুকুরের জল ব্যবহারের ফলে আদিবাসী অধ্যুষিত এই গ্রামের কিছু মানুষ কয়েক দিন ধরেই পেটের সমস্যায় ভুগছিলেন । গতরাত থেকে এই গ্রামের প্রায় ২৪টি পরিবারের সদস্য ডায়ারিয়ায় আক্রান্ত হন । তার মধ্যে এখনও পর্যন্ত প্রায় ২৫ জনকে বোলপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ।

অন্যদিকে, গ্রামে একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে । ক্যাম্প করে চলছে চিকিৎসা । গ্রামের পুকুরে ইতিমধ্যেই চুন, ফিটকিরি দেওয়া হয়েছে । গ্রামবাসীরা জানান, গ্রামে খাওয়ার জল অপরিশ্রুত । তাই দীর্ঘদিন ধরেই অনেকে পেটের রোগে ভুগছেন । বোলপুর শ্রীনিকেতন ব্লকের BDP শেখর সাঁই বলেন, "গ্রামে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা গিয়েছেন । চলছে চিকিৎসা ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details