বাঁকুড়া, 6 জুন : বিশ্ব পরিবেশ দিবসের (world environment day) দিন, বাঁকুড়া সোনামুখীর বিভিন্ন এলাকায় চলল বৃক্ষরোপনের কর্মসূচি ৷ একটি ক্লাবের তরফ থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয় ৷
গোটা ভারত এখন করোনার বিরুদ্ধে লড়াই করছে ৷ দেখা দিচ্ছে অক্সিজেনের ঘাটতি ৷ এই পরিস্থিতিতে অন্তত পরিবেশে অক্সিজেনের ঘাটতি কিছুটা কমাতে বদ্ধপরিকর উদ্যোক্তারা ৷ বিশ্ব পরিবেশের দিবসে বাঁকুড়ার সোনামুখীর বিভিন্ন প্রান্তে গাছ লাগিয়ে তাঁরা এই বার্তাই পৌঁছে দিতে চান ৷ সংশ্লিষ্ট ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সোনামুখীর ফরেস্ট অফিসার দয়াল চক্রবর্তী ৷ দয়ালবাবুর কথায়, যেভাবে কভিড পরিস্থিতি তে অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে । তাতে আমাদের প্রত্যেককেই গাছ লাগানো দরকার ৷ আমদের নিজেদের একটি করে অন্তত গাছ লাগানো অবশ্যই প্রয়োজন ।