নয়াদিল্লি, 20 অগস্ট: সাত বছর আগে আজকের দিনেই অলিম্পিকসে নিজের প্রথম পদকটি জিতেছিলেন ভারতীয় শাটলার পিভি সিন্ধু ৷ সোশাল মিডিয়ায় সপ্তম বর্ষপূর্তিতে রিও অলিম্পিকসের স্মৃতিচারণা করলেন তিনি ৷ কীভাবে সেই একটা পদক জয় তাঁর কেরিয়ার বদলে দিয়েছিল, সেই অভিজ্ঞতা ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে ৷ সেই সঙ্গে তাঁর কেরিয়ারের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ স্পেনের ক্যারোলিনা মারিনের প্রসঙ্গও তুলে ধরেন তিনি ৷ জানালেন, কীভাবে ক্যারোলিনা প্রতি মুহূর্তে তাঁকে আরও ভালো খেলার অনুপ্রেরণা জোগাতেন ৷
ব্যাডমিন্টনে ভারতের হয়ে অলিম্পিকসে জোড়া পদক একমাত্র রয়েছে পিভি সিন্ধুর নামে ৷ যার প্রথমটা এসেছিল 2016 সালের 20 অগস্ট রিও অলিম্পিকসে ৷ প্রথম অলিম্পিক জয়ের 7 বছর পূর্ণ করলেন হায়দরাবাদি শাটলার ৷ ভারতীয় মহিলা শাটলার এ প্রসঙ্গে লেখেন, ‘‘সাত বছর আগে, আমি এই যাত্রা শুরু করেছিলাম ৷ যা চিরতরে আমার জীবন বদলে দিয়েছে ৷ পিছনে ঘুরে তাকালে ভাবতেও অবাক লাগে যে, রিওতে আমার প্রথম অলিম্পিক পদক জিতেছিলাম ৷ সেই অসাধারণ মুহূর্তের আজ 7 বছর পার ৷ যা আমার কঠিন পরিশ্রম, একাগ্রতা এবং আমার কোচ, সতীর্থ ও অনুরাগীদের ব্যাপক সমর্থনের উজ্জ্বল প্রতীক ৷’’