নয়াদিল্লি, 17 অক্টোবর:অনেক সময় বড় বড় অভিনেতাকেও ছবি থেকে বাদ দিতে বাধ্য হন পরিচালকরা ৷ কারণ একটাই, দেখা যায় সেই নির্দিষ্ট ছবিটিতে ওই অভিনেতার জন্য় উপযুক্ত কোনও চরিত্র নেই ৷ ভারতীয় দলে মহম্মদ শামির বর্তমান অবস্থানকে বোধহয় এর সঙ্গেই তুলনা করা যেতে পারে ৷ 2019 সালের বিশ্বকাপে ভারতীয় পেস বোলিং আক্রমণের নেতৃত্ব দেওয়া শামির জন্য় চলতি বিশ্বকাপের একাদশে কোনও জায়গাই নেই ৷ ইতিমধ্যেই বিশ্বকাপের তিনটি ম্যাচ খেলে ফেলেছে ভারতীয় দল ৷ কিন্তু এখনও শামি বেঞ্চে বসে আছেন ঠিক যেন ঘর সাজানোর ফুলদানির মতোই ৷ এই বিষয় নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা নির্বাচন কমিটির প্রাক্তন চেয়ারম্যান এমএসকে প্রসাদ ৷
এই মুহূর্তে ভারতীয় দলের তৃতীয় পেসার হিসাবে জায়গা করে নিয়েছেন হার্দিক পান্ডিয়া ৷ কখনও বা শার্দুল ঠাকুরকে টিম ম্যানেজমেন্ট এগিয়ে রাখছে তাঁর ব্য়াটিংয়ের জন্য় ৷ আর তাই দলে জায়গা নেই শামির ৷ বুমরার বোলিং পার্টনার এই মুহূর্তে মহম্মদ সিরাজ ৷ অন্যদিকে হিসাব দেখতে গেলে গত দুই ম্যাচে শার্দুল বল করেছেন মাত্র 8 ওভার ৷ সেই ক্ষেত্রে আট নম্বর খেলোয়াড় হিসাবে দলে কি জায়গা হতে পারে না শামির?
এই নিয়ে বলতে গিয়ে এমএসকে প্রসাদ বলেন, "ওরা এখন 'হর্সেস ফর কোর্সেস'(যে মাঠের জন্য যেমন খেলোয়াড় প্রয়োজন তেমন খেলোয়াড় নির্বাচন) কৌশলে এগোচ্ছে ৷ আর এটা ওদের জন্য় খুব ভালো কাজও করছে ৷ চেন্নাইয়ে ওরা রবিচন্দ্রন অশ্বিনকে ব্যবহার করেছে আর শার্দূলকে ব্যবহার করা হয়েছে শেষ দু'টি ম্যাচে ৷ শেষ ম্যাচে শার্দূলকে তেমন দরকারই পড়েনি ৷ কারণ অন্যরাই ওর কাজটা করে দিয়েছে ৷"