পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: ভারত-পাক মহারণ ! আমেদাবাদে হোটেল ভাড়া আকাশছোঁয়া

India-Pakistan Cricket World Cup Clash: আগামী 14 অক্টোবর ভারত এবং পাকিস্তানের মধ্যে বিশ্বকাপের ম্যাচের আগে আমেদাবাদের হোটেলগুলিতে রুমের দাম গগনচুম্বী হয়েছে ৷ ম্যাচের দিন কোনও হোটেলেই কোনও ঘর খালি নেই ৷ এই বিস্তারিত তথ্য ইটিভি ভারত-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন আমেদাবাদ হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি নরেন্দ্র সোমানি ৷

ICC World Cup 2023
ICC World Cup 2023

By ETV Bharat Bangla Team

Published : Oct 12, 2023, 4:01 PM IST

Updated : Oct 12, 2023, 7:29 PM IST

আমেদাবাদ, 12 অক্টোবর: 14 অক্টোবর নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত । এই ম্যাচ ঘিরে ক্রিকেট অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে ৷ ফলে এই ম্যাচ দেখতে আমেদাবাদে অনেকেই ভিড় জমাতে শুরু করেছেন ৷ এর জেরে সেখানে হোটেলে রুমের দাম বাড়তে শুরু করেছেন ৷ অনেকে হোটেলের ঘর যেমন বুক করছেন, তেমন আবার গেস্ট হাউজও বুক করেছেন কেউ কেউ ৷

এখন আমেদাবাদে হোটেলের একটি ঘরের জন্য একদিনের ভাড়া 30 হাজার টাকা ৷ তবে এক সময় এই দাম 50 হাজার টাকায় পৌঁছে গিয়েছিল ৷ কিছু কিছু হোটেল অবশ্য ঘরপিছু রোজ দেড় লক্ষ টাকা নিচ্ছে ৷ ভারত-পাকিস্তান ম্যাচের সময় গ্রাহকের সংখ্যা বৃদ্ধি পাবে বলেই হোটেলের ঘরগুলির ভাড়া 50 হাজার টাকা পর্যন্ত পৌঁছে গিয়েছিল ৷ এখন কিছুটা কমেছে৷ আমেদাবাদ হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি নরেন্দ্র সোমানির বক্তব্য, এখনও কিছু হোটেল স্বাভাবিক দামের দ্বিগুণ ভাড়া নিচ্ছে ।

নরেন্দ্র সোমানি ইটিভি ভারতকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে বলেছেন, ‘"আমেদাবাদের কিছু পাঁচতারা হোটেল এখনও 1.5 লক্ষ টাকা চার্জ করছে । এই হোটেলগুলিতে ক্রিকেটারদের পাশাপাশি বিসিসিআই কর্মকর্তারা থাকেন । যখনই কিছু ঘর খালি থাকে, তারা ভিভিআইপি সদস্যদের নিরাপত্তার কথা বিবেচনা করে ব্যয়বহুল হারে ভাড়া নেয় ৷"

তিনি আরও বলেন, "সূচি ঘোষণার পর বিদেশ থেকে খেলে দেখতে আসা দর্শকরা আগে থেকেই হোটেল বুক করে রেখেছিলেন । তবে, তাঁরা ফ্লাইটের টিকিট বা ম্যাচের টিকিট না পাওয়ায় পরে তা বাতিল করে দেন । বেশিরভাগ হোটেলেই সব ঘর বুক করা ছিল ৷ কিন্তু খেলা এগিয়ে আসার সঙ্গে সঙ্গে ঘরভাড়া 30 থেকে 40 শতাংশ কমতে পারে ৷’’

সোমানি হোটেলগুলোর বর্তমান দামও প্রকাশ করেছেন । তিনি বলেন, "13 অক্টোবর, রেডিয়েন্স ব্লু-এর একটি রুমের দাম 25 হাজার টাকা । এছাড়াও, হোটেল তাজ উম্মেদ 43 হাজার টাকা নিচ্ছে এবং বস্ত্রাপুরের হোটেল হায়াত প্রতিদিন 35 হাজার টাকা নিচ্ছে । তবে দাম কমার সম্ভাবনা রয়েছে ৷"

আরও পড়ুন:বিশ্বকাপে টানা অষ্টমবার পাক ‘বধ’ করতে তৈরি ‘মেন ইন ব্লু’

Last Updated : Oct 12, 2023, 7:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details