পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

KKR-এর হয়ে একবারও খেলতে না পারা দুর্ভাগ্যজনক : যুবি

ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের জীবন কৃতি সম্মানে সম্মানিত হন যুবরাজ । সেই পুরস্কার নিতেই তিনি কলকাতায় এসেছিলেন । সিটি অব জয়ে যুবরাজ সিং শোনালেন তার নতুন স্ট্যান্সের কথা ।

যুবি

By

Published : Jul 9, 2019, 10:56 PM IST

কলকাতা, 9 জুলাই : "ক্রিকেট মাঠের সাফল্য তাঁর জীবনকে সামলাতে সাহায্য করেছে ।" আজ কলকাতায় এক অনুষ্ঠানে এসে এই কথাই জানালেন যুবরাজ সিং । তিনি বলেন, "বিশ্বকাপে ম্যান অব টুর্নামেন্ট পুরস্কার ও ক্যান্সারের আক্রমণ আমাকে যুদ্ধ করতে শিখিয়েছে ।"

ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের জীবন কৃতি সম্মানে সম্মানিত হন যুবরাজ । সেই পুরস্কার নিতেই তিনি কলকাতায় এসেছিলেন । অনুষ্ঠান মঞ্চে ক্রিকেটার জীবনের চড়াই উৎরাইয়ের গল্প শোনালেন তিনি । ড্রেসিংরুমের অন্দরমহলের গল্পে উঠে এল ভারতীয় দলের বদলে যাওয়ার কাহিনী । যুবি জানান, 2007 সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরই ভারতীয় ক্রিকেটের আমূল পরিবর্তন ঘটে । পাশাপাশি 2007 সালে একদিনের ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ স্টেজ থেকে ছিটকে যাওয়ার পর বিশ্ব ক্রিকেটে নতুনভাবে ফিরে আসে ভারত ।

সেই সঙ্গে IPL-এর মাধ্যমেই দেশের তরুণ ক্রিকেটাররা বিশ্বের বিভিন্ন তারকা ক্রিকেটারদের সংস্পর্শে থেকে শেখার সুযোগ পাচ্ছে বলে মত যুবির । পাশাপাশি IPL-এ KKR-এর হয়ে না খেলতে পারার বিষয়ে যুবি বলেন, "আমি প্রায় KKR-এ যোগ দিতে যাব, সেই মুহূর্তেই (নিলামে) আমি RCB-তে যোগ দিই । আমার সেরা IPL মরশুম কেটেছে RCB-তেই । এটা খুবই দুর্ভাগ্যজনক যে আমি KKR-এর হয়ে একবারও খেলিনি ।"

বিরাট কোহলির দলের প্রতিটি পদক্ষেপ নজরে থাকলেও তা নিয়ে মুখ খোলেননি । অবসরোত্তর জীবন ক্যান্সার এর বিরুদ্ধে লড়াই করতে চান । এভাবেই সিটি অব জয়ে যুবরাজ সিং শোনালেন তার নতুন স্ট্যান্সের কথা ।

ABOUT THE AUTHOR

...view details