কেপটাউন, 19 এপ্রিল : গুঞ্জন শোনা যাচ্ছে অনেকদিন ধরে । তবে এবার নাকি সত্যিই দক্ষিণ আফ্রিকার হয়ে জাতীয় দলে ফিরতে চলেছেন এবি ডিভিলিয়ার্স । ভারতে আসন্ন টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছেন এবি । এই নিয়ে কোচ মার্ক বাউচারের সঙ্গে শীঘ্রই কথাবার্তা বলবেন । এবি নিজেও ফেরা নিয়ে আশাবাদী ।
2018 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন এবি ডিভিলিয়ার্স । তাঁর হঠাৎ এই সিদ্ধান্তে চমকে গিয়েছিল ক্রিকেট বিশ্ব । এরপর অবসর ভেঙে এবি-র জাতীয় দলে ফেরা নিয়ে অনেকবার গুঞ্জন উঠেছে । অবসর ঘোষণার একবছর পর 2019 সালে প্রথমবার শোনা গিয়েছিল । 2020 টি-20 বিশ্বকাপ হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ায় । কিন্তু করোনার কারণে বিশ্বকাপ পিছিয়ে যায় । তাই সেবারের মতো এবি-র জাতীয় দলে ফেরার প্রক্রিয়া বন্ধ হয়ে যায় । আইপিএলে বর্তমানে দুরন্ত ফর্মে রয়েছেন প্রোটিয়া এই ক্রিকেটার । কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে 34 বলে 76 রানের দুরন্ত ইনিংস খেলেন । আইপিএলের পরপরই কুড়ি বিশের বিশ্বকাপের তোড়জোড় শুরু হয়ে যাবে । তার আগে জাতীয় দলে ফেরার কথা ভাবছেন এবি ।