পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

78th UNGA: প্রযুক্তিগত আলোচনায় অংশ না-নিয়ে সন্ত্রাস বন্ধ করুক পাকিস্তান, রাষ্ট্রসংঘে পড়শি দেশকে পরামর্শ ভারতের

India Slams Pakistan on Mumbai Attacks in 78th UNGA: প্রযুক্তি ও কৌশলগত আলোচনায় অংশ না নিয়ে, পাকিস্তানের উচিত আগে সন্ত্রাসবাদীদের অর্থ সাহায্য বন্ধ করা ৷ পাশাপাশি, মুম্বই হামলার ষড়যন্ত্রীদের আশ্রয় না দিয়ে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিলেন রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধিত্ব মিশনে প্রথম সচিব পেটাল গেহলত ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Sep 23, 2023, 6:04 PM IST

নিউইয়র্ক, 23 সেপ্টেম্বর: কাশ্মীর ইস্যুতে এবার রাষ্ট্রসংঘের সাধারণ সভায় পাকিস্তানকে নিশানা করল ভারত ৷ রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভারতের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি এদিন পাকিস্তানকে 'সন্ত্রাসবাদীদের আঁতুড় ঘর' বলে আক্রমণ করেন ৷ প্রতিবেশী দেশকে তাঁর উপদেশ, প্রযুক্তিগত আলোচনায় যুক্ত না-হয়ে, বরং আগে 26/11-মুম্বই হামলায় ষড়যন্ত্রকারীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করুক ৷

রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধিত্ব মিশনে প্রথম সচিব পেটাল গেহলত এদিন পাকিস্তানের দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী আনওয়ার উল হক কাকারের জবাবি ভাষণ দেন ৷ সেখানেই তিনি পাকিস্তানকে 26/11 মুম্বই হামলা নিয়ে নিশানা করেন ৷ উল্লেখ্য, শুক্রবার পাকিস্তানের দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী আনওয়ার উল হক কাকার তাঁর ভাষণে কাশ্মীর ইস্যুতে তুলে ধরেন রাষ্ট্রসংঘের 78 তম সাধারণ সভায় ৷

পেটাল গেহলত তাঁর আক্রমণাত্মক জবাবে বলেন, ‘‘পাকিস্তান বিশ্বের অধিকাংশ নিষিদ্ধ আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন ও সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয় এবং পৃষ্ঠপোষক ৷ প্রযুক্তিগত কৌশলে জড়িত না-হয়ে, আমরা পাকিস্তানকে মুম্বই সন্ত্রাসবাদী হামলার অপরাধীদের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য এবং তদন্তসাপেক্ষ ব্যবস্থা নেওয়ার কথা বলছি ৷ যে হামলায় নিহতদের পরিজনরা গত 15 বছর ধরে সুবিচারের অপেক্ষা করছে ৷’’ তিনি জানান, দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য পাকিস্তানকে তিনগুণ পদক্ষেপ নিতে হবে ৷

প্রথম পদক্ষেপ হিসেবে তিনি বলেন, ‘‘সীমান্তে সন্ত্রাস বন্ধ করত হবে এবং অবিলম্বে পাকিস্তানকে সন্ত্রাসবাদে পরিকাঠামো তৈরি করার ক্ষেত্রে বিনিয়োগ বন্ধ করতে হবে ৷’’ দ্বিতীয় পদক্ষেপে তিনি বলেন, ‘‘দ্রুততার সঙ্গে বেআইনিভাবে ও জবর দখল করে রাখা ভারতীয় ভূখণ্ড খালি করে দিক পাকিস্তান ৷’’ আর তৃতীয় পদক্ষেপ হল, ‘‘পাকিস্তানে সংখ্যালঘুদের বিরুদ্ধে গুরুতর এবং ক্রমাগত মানবাধিকার লঙ্ঘনকারী অত্যাচার বন্ধ করা হোক ৷’’

আরও পড়ুন:দেশের বিরুদ্ধে মিথ্যা প্রচার করার অভিযোগ, গ্রেফতার পাকিস্তানের সাংবাদিক

সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রসঙ্গে, গত অগস্ট মাসে ফয়সলাবাদের জরানওয়ালায় খ্রিস্টান সম্প্রদায়ের বিরুদ্ধে হওয়া ব্যাপক অত্যাচারের কথা তুলে ধরেন পেটাল গেহলত ৷ যে হামলায় 19টি গির্জাকে ধ্বংস করা হয় এবং 89টি খ্রিস্টান ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ এমনকী পাকিস্তানে এক হাজারের উপর সংখ্যালঘু মহিলাকে অপহরণ করে তাঁদের জবরদস্তি ধর্মান্তকরণ এবং বিয়ে করার অভিযোগ তোলেন রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধিত্ব মিশনে প্রথম সচিব ৷

(খবর সূত্র- সংবাদসংস্থা পিটিআই)

ABOUT THE AUTHOR

...view details