ওয়াশিংটন, 3 অক্টোবর:গুগল বনাম মাইক্রোসফট!বিশ্বে সার্চ ইঞ্জিনের দখলদারী গুগলের ৷ এর নেপথ্যে রয়েছে গুগলেরই অনৈতিক কাজকর্ম ৷ অভিযোগ করলেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা ৷ আর গুগলের এই আধিপত্যের ফলে ব্যর্থ হয়েছেল প্রতিযোগী 'বিং' ৷ এটি মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন ৷
গুগলের মূল সংস্থা অ্যালফাবেটের বিরুদ্ধে একটি মামলা চলছে ওয়াশিংটন ডিসিতে ৷ সোমবার সেখানে আদালত কক্ষে উপস্থিত ছিলেন নাদেলা ৷ এই ট্রায়ালে গুগলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সর্বত্র বিরাজমান এই সার্চ ইঞ্জিনটিকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে, নিত্যনতুন উদ্ভাবনের ক্ষেত্রে অসৎ উপায় অবলম্বন করেছে সুন্দর পিচাইয়ের সংস্থা ৷ আর এর জন্য যে অর্থ খরচ হয়েছে, তা এসেছে গ্রাহকদের কাছ থেকেই ৷ তবে বিংশ শতাব্দীর ন'য়ের দশকের শেষাশেষি একই রকম অভিযোগ উঠেছিল মাইক্রোসফটের বিরুদ্ধেও ৷
এদিন গুগলের আধিপত্য ব্যাখ্যা করতে গিয়ে মাইক্রোসফটের সিইও নাদেলা উল্লেখ করেন, বহু স্মার্টফোন এবং কম্পিউটার আছে, যেগুলি খুললেই সার্চ ইঞ্জিন হিসেবে গুগল ভেসে ওঠে ৷ এর কারণ গুগল ওই কোম্পানিগুলির সঙ্গে চুক্তিবদ্ধ ৷ এখানেই মুখ থুবড়ে পড়েছে মাইক্রোসফটের বিং ৷ এ প্রসঙ্গে নাদেলা বলেন, "মোবাইল বা কম্পিউটারের সার্চ ইঞ্জিন হিসেবে একমাত্র আমরাই রয়েছি, তেমনটা নয় ৷ আমরা অন্যতম বিকল্প মাত্র ৷"