ওয়াশিংটন, 23 সেপ্টেম্বর: মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বেজিংয়ের নেতৃত্ব ৷ এমনটাই দাবি করলেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থীর দৌড়ে থাকা ইন্দো-মার্কিন নিক্কি হেইলি ৷ নিউ হ্যাম্পারশায়ারে একটি ভাষণে তিনি দাবি করেন, চিন মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অন্যান্য দেশের অস্তিত্ব সংকট তৈরি করেছে ৷ এমনকি ড্রাগনের দেশ গত শতাব্দীর অর্ধেকের বেশি সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্রকে ধ্বংস করার পরিকল্পনা বানিয়েছে বলে দাবি করেন রিপাবলিকানদের অন্যতম প্রেসিডেন্ট প্রার্থী পদের দাবিদার নিক্কি হেলি ৷
উল্লেখ্য, নিক্কি ছাড়া রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী পদের আরেক দাবিদারও ভারতীয় বংশোদ্ভুত ৷ তিনি বিবেক রামাস্বামী ৷ দু’দিন আগেই তিনি ওহিও-তে একটি জনসভায় আর্থিক পরিকল্পনা নিয়ে দূরন্ত ভাষণ দেন ৷ তার পর শুক্রবার নিউ হ্যাম্পারশায়ারে অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে ভাষণ দেন নিক্কি হেলি ৷ সেখানেই চিন প্রসঙ্গ তোলেন তিনি ৷ তাঁর দাবি, গত শতাব্দী থেকেই ধীরে ধীরে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে দুর্বল করার পরিকল্পনা করে চলেছে চিন ৷ আর সেই কাজে বহুলাংশে সফল ড্রাগনের দেশ ৷ শি জিংপিনের সরকার বর্তমানে মার্কিন অর্থনীতির সমান হয়ে গিয়েছে বলে দাবি তাঁর ৷ যা তাদের দেশের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেন নিক্কি হেলি ৷