পশ্চিমবঙ্গ

west bengal

আসল হাল্কের সঙ্গে বিয়ে হয়েছে তাঁর, টুইঙ্কলের জন্মদিনে একি বললেন অক্ষয় ?

By ETV Bharat Bangla Team

Published : Dec 29, 2023, 6:52 PM IST

Akshay Kumar on Twinkle Khanna: আসল হাল্কের সঙ্গে বিয়ে হয়েছে তাঁর ৷ টুইঙ্কল খান্নার জন্মদিনে একটি মজার ভিডিয়ো শেয়ার করে এমনটাই জানালেন অক্ষয় কুমার ৷

Akshay Kumar shares hilarious birthday post for wife Twinkle Khanna
Akshay Kumar shares hilarious birthday post for wife Twinkle Khanna

হায়দরাবাদ, 29 ডিসেম্বর:স্ত্রী টুইঙ্কল খান্নার 49তম জন্মদিন একেবারে নিজস্ব স্টাইলে সেলিব্রেট করলেন অভিনেতা অক্ষয় কুমার ৷ কমেডি শুধু তিনি যে রিল লাইফেই দারুণ করেন তা নয় একইসঙ্গে বাস্তবেও তিনি রসিক মানুষ হিসাবেই পরিচিত ৷ এদিনও স্ত্রীর একটি মজার ভিডিয়ো শেয়ার করেন অভিনেতা ৷ ভিডিয়োতে দেখা যায়, একটি সিনেমা হলে হাল্কের একটি প্রতিমূর্তির সামনে দাঁড়িয়ে রয়েছেন টুইঙ্কল ৷ ভিডিয়োটি শেয়ার করে টুইঙ্কলকে 'রিয়েল হাল্ক' বলে উল্লেখ করেন তিনি ৷

ইনস্টাগ্রামে স্ত্রীকে শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি শেয়ার করেছেন একটি মজার ভিডিয়ো ৷ মিমের মতো এই ভিডিয়োটি শুরু হয় একটি পাহাড়ি উপত্যকায় টুইঙ্কলের একটি ছবি দিয়ে ৷ ছবির নীচে লেখা 'যাকে আমি বিয় করতে চেয়েছিলাম ৷' এরপর ব্ল্যাকআউট হয়ে যায় স্ক্রিন হয়ে যায় স্ক্রিন ৷ তাতে ফুটে উঠে অন্য একটি কথা, 'যার সঙ্গে আমার বিয়ে হল... ৷' তারপর দেখা যায়, হাল্কের একটি প্রতিমূর্তির সামনে দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী ৷ আর সেই প্রতিমূর্তিটি দেখিয়ে তিনি বলেন, "এটা হল পুতুল ৷ আর আমি হলাম আসল হাল্ক ৷"

ভিডিয়োটি শেয়ার করে অক্ষয় লেখেন, "আমার হাল্ক দীর্ঘজীবী হোক ৷ তোমার সুন্দর হাসি মজার মধ্যে দিয়ে আমাদের জীবনে এতগুলো বছর যোগ করার জন্য ধন্যবাদ ৷ ভগবান তোমার জন্য় আরও অনেকগুলো বছর যোগ করুন ৷ শুভ জন্মদিন টিনা ৷" আয়েশা শ্রফও এদিন তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ৷

23 বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন টুইঙ্কল এবং অক্ষয় ৷ তাঁদের দুই সন্তান আরভ (21) এবং নিতারা (11)৷ এই বছরে তিনবার পর্দায় এসেছেন অক্ষয় ৷ ছবিগুলির মধ্যে সবচেয়ে বেশি আয় করেছে 'ও মাই গড 2' ৷ আগামীতেও বেশ কয়েকটি ছবির সিক্যুয়াল নিয়ে পর্দায় ফিরতে চলেছেন অক্ষয় ৷ এর মধ্যে রয়েছে 'হেরা ফেরি 3' এবং 'ওয়েলকাম টু জঙ্গল' ৷

আরও পড়ুন:

  1. ক্যানসার জয় করে ফিরেছেন জীবনের ছন্দে, করণের শোয়ে প্রথমবার মুখ খুললেন শর্মিলা ঠাকুর
  2. 'কাবুলিওয়ালা'র ঝোলা এখনও কি 'মিনি'দের অবাক করে? উত্তর খুঁজল ইটিভি ভারত
  3. 'গোতি লো' গানে মজে নেটপাড়া, কী বলছেন আদিত্য; শুনল ইটিভি ভারত

ABOUT THE AUTHOR

...view details