পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / crime

Woman Dies by Suicide: 2 ছেলেকে খুনের চেষ্টা করে আত্মঘাতী মা ! প্রাণ গেল এক সন্তানের

ঝাড়খণ্ডের পালামু জেলায় 2 ছেলেকে খুনের চেষ্টার অভিযোগ এক মহিলার বিরুদ্ধে ৷ পরে নিজেও আত্মঘাতী হন বলে জানা গিয়েছে (Woman Dies by Suicide) ৷ ঘটনায় পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ৷

Woman Dies by Suicide ETV BHARAT
Woman Dies by Suicide

By

Published : Jan 22, 2023, 11:42 AM IST

পালামু (ঝাড়খণ্ড), 22 জানুয়ারি:এক মহিলা তাঁর 2 সন্তানকে খুনের চেষ্টা করেন এবং নিজেও আত্মঘাতী হন বলে জানা গিয়েছে ৷ এই ঘটনায় মহিলার 10 বছরের ছেলে প্রাণে বেঁচে গিয়েছে ৷ মহিলার ছোট ছেলের মৃত্যু হয়েছে (Woman Try to Kill Her Two Sons in Jharkhand) ৷ 10 বছরের ওই বালক তার মা এবং ভাইয়ের দেহের পাশেই রাতে ঘুমিয়ে পড়ে ৷ শনিবার রাতে ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের পালামু জেলায় ৷

স্বামীর দ্বিতীয় বিয়ের কারণে অশান্তি

জানা গিয়েছে, শান্তি নামের ওই মহিলার স্বামী বিকাশ দাস দ্বিতীয় বিয়ে করেছিলেন ৷ যা নিয়ে রোজ তাঁদের মধ্যে অশান্তি হত ৷ এমনকী কয়েকদিন আগে বিকাশের দ্বিতীয় স্ত্রী এই বাড়িতে এসে থেকেও গিয়েছিলেন ৷ এসব নিয়ে বিকাশের সঙ্গে শান্তির প্রায় ঝগড়া লেগে থাকত ৷ পুলিশকে শান্তির বড় ছেলে জানিয়েছে, শনিবার রাতে খাওয়া-দাওয়ার পর, শান্তি নিজের শাড়ি দিয়ে ফাঁস তৈরি করেন ৷ এর পর তাকে ও তার ভাইকে দোল খাওয়ার জন্য ডাকেন এবং তাদের ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেন শান্তি ৷ কিন্তু, তাঁর বড় ছেলে কোনও মতে নিজেকে বাঁচিয়ে নেয় ৷

পুলিশকে দেওয়া তথ্য অনুযায়ী, রাতে মা এবং ছোট ভাইয়ের দেহ সে বিছানায় নামিয়ে রাখে এবং তাঁদের পাশেই ঘুমিয়ে পড়ে ৷ আজ সকালে প্রতিবেশীদের ডেকে সে বিষয়টি জানায় ৷ পুলিশ এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ৷ পাশাপাশি, বিকাশ দাসের খোঁজ শুরু করেছে পুলিশ ৷ সন্তানদের খুন করে আত্মহত্যা করার ঘটনায় পুলিশ বিকাশের বিরুদ্ধেও তদন্ত শুরু করেছে ৷

আরও পড়ুন:সন্দেহের বশে বড় জা'য়ের গায়ে অ্যাসিড ছোট'র, আটক অভিযুক্ত

জানা গিয়েছে, তিনি দিনমজুরের কাজ করেন ৷ বেশিরভাগ দিন তিনি বাড়িতে ফেরেন না ৷ তদন্তকারীরা বিকাশের দ্বিতীয় স্ত্রীর খোঁজও শুরু করেছে ৷ পুলিশ শান্তি এবং তাঁর ছোট ছেলের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ আপাতত পুলিশ বাড়িটি তালাবন্ধ করে দিয়েছে ৷ শান্তির বড় ছেলেকে তাঁর আত্মীয়ের কাছে পাঠানো হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details