কলকাতা, 26 সেপ্টেম্বর: প্রাইমারির পর এবার স্কুল সার্ভিস কমিশনেও দ্রুত নিয়োগ প্রক্রিয়া চালু হতে চলেছে (SSC Recruitment Announcement)। সোমবার এমনটাই ঘোষণা করলেন এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। উচ্চ প্রাথমিক, শারীর শিক্ষা ও কর্মশিক্ষার চাকরি প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। নিয়োগ বিজ্ঞপ্তি পুজোর আগেই জারি হতে পারে ৷
আজই প্রাইমারিতে প্রায় 11 হাজার নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে ৷ অন্যদিকে এসএসসি-তে নিয়োগের সিদ্ধান্ত সামনে আসে এদিনই। স্বাভাবিকভাবেই রাজ্যের অসংখ্যক চাকরি প্রার্থীদের এটা ইতিবাচক খবর। এদিন এসএসসি চেয়ারম্যন সিদ্ধার্থ মজুমদার জানান, নিয়োগের জন্য গঠন করা হয়েছে ইন্টারভিউ বোর্ডও। বর্তমানে বিষয়টি বিচারাধীন থাকায় শুরু করা যাচ্ছে না ইন্টারভিউ ও কাউন্সিলিং। মোট 11টি বিষয়ে নিয়োগ করা হবে। 1404 জনের ইন্টারভিউ নেওয়া হবে বলে জানিয়েছেন চেয়ারম্যান ৷
এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, "গত 19 এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ‘সুপার নিউমারিক’ পদের ঘোষণা করেছিলেন সেই পদে নিয়োগের জন্য কমিশনের কাছে তালিকা চাওয়া হয়েছিল। ডেটা রুম খুলে যেতেই সেই তালিকা তৈরি করে পাঠানো হয়েছে। এবার যত তাড়াতাড়ি পদের তালিকা আমাদের কাছে এসে পৌঁছবে আমরা তত তাড়াতাড়ি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে পারব। 19মে সরকারি বিজ্ঞপ্তি অনুসারে অতিরিক্ত শূন্য পদগুলো সৃষ্টি করা হয়েছিল তার মধ্যে শারীরশিক্ষা ও কর্মশিক্ষা উচ্চ প্রাথমিকের আপার প্রাইমারি 1600টি পদ সৃষ্টি করা হয়েছিল। এরমধ্যে শারীর শিক্ষায় শূন্য পদের সংখ্যা 824 ও কর্মশিক্ষায় শূন্যপদ 585। শারীর শিক্ষা ও কর্মশিক্ষা মিলিয়ে মোট 1404 টি শূন্য পদ।"