কলকাতা, 15 অক্টোবর: "আরএসএস পরিচালিত বিজেপি সরকার দেশজুড়ে অগ্রাসী মনোভাব নিয়ে চলছে । এই আগ্রাসী রূপকে আটকাতে কাউন্টার অ্যাটাকে যেতে হবে । তবে শ্রেণিগত দৃষ্টিভঙ্গি ও নীতি আদর্শ মেনে ।" শনিবার ব্যাংক এমপ্লইজ ফেডারেশন অফ ইন্ডিয়া বা বেফি'র 40তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনে যোগ দিয়ে এমনটাই বললেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার (Manik Sarkar)।
এই সম্মেলনে উপস্থিত ব্যাংক কর্মী ও ট্রেড ইউনিয়ন কর্মীদের উদ্দেশ্যে মানিকের আরও বার্তা, "লড়াই আন্দোলনের মাধ্যমে এগিয়ে যেতে হবে । শ্রমিক, শ্রমজীবী অংশের মানুষকে ঐক্যবদ্ধ না-করা গেলে, রাজনৈতিকভাবে তাদের শিক্ষিত না-করা গেলে, সমস্যার সমাধান করা সম্ভব হবে না । তাই, সমাজের যেকোনও অংশের মানুষের সমস্যা নিয়ে সমস্ত অংশের মানুষকে ঐক্যবদ্ধ করে প্রতিরোধ গড়ে তুলতে হবে, দাবি করতে হবে সমস্যা সমাধানের জন্য । তা যদি না করা যায় ট্রেড ইউনিয়ন তাদের নিজেদের সমস্যারই সমাধান করতে পারবে না। " এদিন বিজেপিকে কড়া আক্রমণ করেন তিনি (Manik Sarkar criticises BJP Government) ৷
আরও পড়ুন: বউবাজারের ঘটনায় মমতাকেই ঘুরিয়ে দায়ী করলেন অধীর
এদিন মানিক সরকারের আরও অভিযোগ, "ট্রেড ইউনিয়ন আন্দোলনের চ্যালেঞ্জ বিরাট পরিসর নিয়ে । নানাদিক থেকে আলোচনা করা যেতে পারে সে বিষয়ে ৷ বর্তমানে দেশে যে সরকারটি চলছে, সেটাই দেশের জনগণের কাছে চ্যালেঞ্জ । দেশের মানুষের কাছে সমস্যার কারণ । স্বাভাবিভাবেই যারা ব্যাংকিং সেক্টরে, ট্রেড ইউনিয়ন করেন তাঁরাও সমস্যায় আছেন । দেশের পরিস্থিতি ভালো না । জটিল । প্রতিদিন,প্রতিনিয়ম পরিস্থিতি খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে । আর এটাকে সরকারই ঠেলে নিয়ে যাচ্ছে । এদের মূল নিয়ন্ত্রক বিশ্ব হিন্দু পরিষদ । যারা ফ্যাসিস্টিক চিন্তাভাবনা অধিকারী । গোটা ভারতে হিন্দু রাষ্ট্র কাম করার চেষ্টা করছে । সেই লক্ষ্যে বিজেপির সরকারের প্রতিনিয়ত আগ্রাসী মনোভাব তীব্র থেকে তীব্রতর হচ্ছে । দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর গতি বেড়েছে সেই আগ্রাসনের । কর্পোরেট সেক্টরও নিজেদের স্বার্থ কায়েম করার জন্য নানাভাবে বর্তমান সরকারকে সাহায্য করে চলেছে দুর্নীতিকে আইনি করা হচ্ছে । মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠছে, অথচ বেকারদের চাকরি নেই ৷"