কলকাতা, 1 সেপ্টেম্বর : রাজ্যে 2006 সাল থেকে বামফ্রন্টের (Left Front) যে রক্তক্ষরণ শুরু হয়েছিল, 2021 সালে এসে, তা কার্যত শূন্যে পরিণত হয়েছে । লোকসভা (Lok Sabha) থেকে বিধানসভায় (Assembly) রাজ্য বামফ্রন্টের কোনও সাংসদ-বিধায়ক নেই । এদিকে বর্তমান শাসকের একাধিক দুর্নীতি, চুরি, সন্ত্রাসের ঘটনা ঘটলেও বামেদের দিকে ঝুঁকছে না আমজনতা ।
কেন? তারই উত্তর খুঁজবে সিপিআই পশ্চিমবঙ্গ রাজ্য পরিষদ । আজ 1 সেপ্টেম্বর থেকে 3 সেপ্টেম্বর পর্যন্ত সিপিআই (CPI) রাজ্য পরিষদের 27তম সম্মেলন শুরু হচ্ছে মেদিনীপুরের বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের প্রবোধ পান্ডা মঞ্চে । সূত্রের খবর, এই সম্মেলন থেকেই সিপিআই সিদ্ধান্ত নেবে আগামীতে নিজেদের উদ্যোগে প্রত্যেকটি পঞ্চায়েত, ব্লক ও জেলাস্তর থেকে রাজ্যস্তরে নানা রকম কর্মসূচির । বামফ্রন্ট কী করল বা অন্যান্য বামপন্থী দলগুলো কী করল সেটাকে গুরুত্ব না দিয়েই ওই কর্মসূচি নেওয়া হবে । তাই বলে বামফ্রন্টের গুরুত্ব কমিয়ে দেওয়া হবে এমনটাও নয় । এক কথায় বামফ্রন্টের উপর ভরসা না করেই নিজেদের উদ্যোগেই আমজনতাকে বামমুখী করতে উদ্যোগী হতে হবে সমস্ত সিপিআই কর্মী সদস্যদের । এমনই সিদ্ধান্ত নেওয়া হবে ৷
একুশের বিধানসভা নির্বাচনে (Bengal Assembly Elections 2021) আইএসএফ ও কংগ্রেসকে (Congress) সঙ্গী করে সংযুক্ত মোর্চা শাসক দল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) এবং বিজেপির (BJP) বিরুদ্ধে লড়াই করে । কিন্তু তারপরেও বামদের কোনোরকম অবস্থার উন্নতি হয়নি । বরং আরও পতন ঘটেছে । তাই আইএসএফের কথা চিন্তা না করেই আদিবাসী দলিত পিছিয়ে পড়াদের নিয়ে ঐক্যবদ্ধ হতে নানা রকম কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হবে ওই সম্মেলনে । এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে ৷