পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ত্রিপল চুরি মামলায় শুভেন্দুর বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট

কাঁথি পৌরসভার ডরমেটরি বিল্ডিং থেকে গত 29 মে ত্রিপল চুরি যায় বলে অভিযোগ । সেই ঘটনায় কাঁথি থানায় শুভেন্দু অধিকারী এবং তাঁর ভাই সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয় ৷ সেই ঘটনার তদন্তে স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন শুভেন্দু এবং সৌমেন্দু ৷ তবে, আদালত তদন্তে স্থগিতাদেশ দেয়নি ৷

Calcutta High Court didnt issue the stay order on tripal theft case against Shuvendu adhiraki
ত্রিপল চুরি মামলায় শুভেন্দু’র বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট

By

Published : Jun 14, 2021, 3:55 PM IST

কলকাতা, 14 জুন : ত্রিপল চুরির তদন্তে স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট ৷ কাঁথি পৌরসভায় ত্রাণের ত্রিপল চুরির অভিযোগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তাঁর ভাই সৌমেন্দু অধিকারী বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল ৷ যে অভিযোগের ভিত্তিতে তদন্ত স্থগিতাদেশ চেয়ে হাইকোর্ট আবেদন করেছিলেন শুভেন্দু এবং সৌমেন্দু ৷ কিন্তু, সেই আবেদনে সাড়া দেয়নি আদালত ৷ মামলার পরবর্তী শুনানি 22 জুন ৷

প্রসঙ্গত, কাঁথি পৌরসভার ডরমেটরি বিল্ডিং থেকে গত 29 মে ত্রিপল চুরি যায় বলে অভিযোগ । দিনের বেলা লরিতে করে ত্রিপল চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল ৷ পৌরসভার কর্মীরা তা দেখতে পেয়ে ধরে ফেলেন ৷ এই ঘটনায় গত 1 জুন শুভেন্দু অধিকারী এবং সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে কাঁথি থানায় অভিযোগ দায়ের করেন পৌরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য রত্নদ্বীপ মান্না ৷ সেই মামলায় বিরোধী দলনেতা ছাড়াও পুরকর্মী ও এক নিরাপত্তারক্ষীর নামও রয়েছে ৷

আরও পড়ুন : পশ্চিমবঙ্গে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করে দেখাব : শুভেন্দু

এ নিয়ে মামলা দায়ের হতেই কলকাতা হাইকোর্টে তদন্তে স্থগিতাদেশ চেয়ে আবেদন করেন শুভেন্দু এবং সৌমেন্দু ৷ সেই মামলার শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চ জানিয়েছে, আপাতত তদন্ত প্রক্রিয়ার উপর কোনও স্থগিতাদেশ দেওয়া হবে না ৷ মামলার পরবর্তী শুনানি 22 জুন ৷

ABOUT THE AUTHOR

...view details