কলকাতা, 30 জুলাই : শিক্ষক নিয়োগ দুর্নীতি (Bengal Recruitment Scam) নিয়ে এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (TMC MP Abhishek Banerjee) কটাক্ষ করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খান (BJP MP Saumitra Khan) ৷ তিনি লিখেছেন, ‘‘হরিদাস ভাইপো চাকরি প্রার্থীদের ডেকে পিছনে পুলিশ লেলিয়ে দিয়েছে ৷’’
এর পর তিনি একটি হাসির ইমোজি দিয়েছেন ৷ তার পর বিষ্ণুপুরের সাংসদের সংযোজন, ‘‘এটাই ভাইপো ৷’’ ওই পোস্ট থেকেই স্পষ্ট যে অভিষেকের নাম করেননি সৌমিত্র ৷ তবে অভিষেক যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ভাইপো, তাই এই পোস্ট যে আসলে অভিষেককেই টার্গেট করে দেওয়া, তা বোঝাই যাচ্ছে ৷
এখানে উল্লেখ প্রয়োজন, শিক্ষক নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে ৷ আদালতের নির্দেশে তদন্ত করছে সিবিআই (CBI) ৷ আর্থিক দুর্নীতির যোগ থাকায় তদন্তে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ তারাই পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও অর্পিতা মুখোপাধ্য়ায়কে (Aprita Mukherjee) গ্রেফতার করেছে ৷ উদ্ধার করেছে 50 কোটি টাকা, কয়েক কোটি টাকার সোনার গয়না, বিদেশি মুদ্রা-সহ আরও অনেক কিছু ৷