পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

মানবাধিকার কমিশনের সদস্যের গেরুয়া যোগ ! টুইটারে সরব অভিষেক মনু সিংভি

কলকাতা হাইকোর্টে জাতীয় মানবাধিকার কমিশনের যে কমিটি ভোট পরবর্তী হিংসা নিয়ে রিপোর্ট জমা দিয়েছে, সেই কমিটির সদস্য আতিফ রশিদ ৷ কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভির দাবি, আতিফ বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন ৷

abhishek-manu-singvi-questions-nhrc-report-on-atif-rasheed-past-identity-as-a-member-of-bjp
মানবাধিকার কমিশনের সদস্যের গেরুয়া যোগ ! টুইটারে সরব অভিষেক মনু সিংভি

By

Published : Jul 17, 2021, 3:25 PM IST

কলকাতা, 17 জুলাই : ভোট পরবর্তী হিংসা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কাঠগড়ায় তুলেছে জাতীয় মানবাধিকার কমিশন ৷ কলকাতা হাইকোর্টে কমিশনের তরফে জমা দেওয়া হয়েছে কড়া রিপোর্ট ৷ এরই মধ্যে কমিশনের বিরুদ্ধে বড়সড় অভিযোগ করলেন রাজ্যসভার সাংসদ অভিষেক মনু সিংভি ৷

গতকাল, শুক্রবার তিনি এই নিয়ে দু’টি টুইট করেন ৷ সেখানে দাবি করেন, কমিশনের সদস্য আতিফ রশিদের গেরুয়া যোগ রয়েছে ৷ কমিশনের যে কমিটি কলকাতা হাইকোর্টে ভোট পরবর্তী হিংসা নিয়ে রিপোর্ট জমা দিয়েছে ৷ ওই কমিটির সদস্য আতিফ ৷

আরও পড়ুন :সাংবিধানিক ব্যবস্থায় বিশ্বাস নেই মমতার, অভিযোগ বিজেপির গৌরবের

আদালতে জাতীয় মানবাধিকার কমিশনের তরফে যে রিপোর্ট দেওয়া হয়েছে সেখানে সিবিআই তদন্ত-সহ একাধিক সুপারিশ করা হয়েছে ৷ এমনকী, রাজ্য সরকারের একাধিক মন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস বিধায়ক ও নেতাদের ‘দুষ্কৃতী’ বলে উল্লেখ করা হয়েছে ৷ বৃহস্পতিবার কমিশনের তরফে ওই রিপোর্ট জমা পড়ে ৷ তার পর থেকে এই নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি ৷

অভিষেক মনু সিংভির টুইট

বিজেপি এই অভিযোগকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের সমালোচনায় সরব হয়েছে ৷ অন্যদিকে তৃণমূলও পালটা জাতীয় মানবাধিকার কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে ৷ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত রাজ্যসভার সাংসদ অভিষেক মনু সিংভির এই দাবি তৃণমূলের অভিযোগকে আরও শক্তি দিল বলা যেতেই পারে ৷

আরও পড়ুন :Post Poll Violence : কমিশনের রিপোর্টে 'কুখ্যাত অপরাধী'দের তালিকায় জ্যোতিপ্রিয়-উদয়ন-সুফিয়ান

অভিষেক যে টুইট করেছেন, তাতে দেখা যাচ্ছে আতিফ রশিদ আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপির সঙ্গে যুক্ত ছিলেন ৷ যুব মোর্চার সদস্য ছিলেন ৷ 2012 সালের বিজেপির টিকিটে দিল্লিতে পুর নির্বাচনের প্রার্থীও হয়েছিলেন ৷ স্বাভাবিকভাবে অভিষেকের এই টুইটেই কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের ইঙ্গিত রয়েছে ৷

অভিষেক মনু সিংভির টুইট

যদিও আতিফও পালটা টুইট করেছেন এই নিয়ে ৷ পালটা অভিযোগ করেছেন অভিষেক মনু সিংভির বিরুদ্ধে ৷ তাঁর অতীত না ঘেঁটে ভোট পরবর্তী হিংসায় যাঁরা অত্যাচারিত হয়েছেন, তাঁদের যন্ত্রণা বোঝার পরামর্শ তিনি সিংভিকে দিয়েছেন ৷

আতিফ রশিদের জবাব

আরও পড়ুন :এবার ত্রিপুরা-অসম-পঞ্জাব-উত্তরপ্রদেশ-দিল্লিতেও দিদি, জায়েন্ট স্ক্রিনে একুশে জুলাই

ABOUT THE AUTHOR

...view details