কলকাতা, 15 অগস্ট:স্বাধীনতা দিবসের প্রাকমুহূর্তে বেহালায় দাঁড়িয়ে বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) পাশে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তারপর দলের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপাতত অনুব্রতর পদ শূন্য রেখেই জেলা সংগঠনের কাজ এগিয়ে নিয়ে যেতে চায় । এখনও পর্যন্ত যা খবর, তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব অনুব্রত মণ্ডলকে এখনই পরিবর্তনের কথা ভাবছে না । বরং দল চাইছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ । সেই লক্ষ্যেই আলাদা আলাদা সাংগঠনিক বিভাগে ভাগ করে আপাতত তাদের হাতেই জেলার দায়িত্ব দিতে চাইছে তৃণমূল কংগ্রেস ।
গতকাল জেলা নেতৃত্ব বীরভূমে নিজেদের মতো করে বৈঠকের পর দলীয় সূত্রে যা খবর, বীরভূম জেলাকে নিয়ে আলাদা করে বসতে পারেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । সেই বৈঠকেই অনুব্রতর অনুপস্থিতিতে দল কীভাবে চলবে সে বিষয়ে দায়িত্ব ভাগ করে দেওয়া হতে পারে । তবে এখনও পর্যন্ত যতটুকু খবর, তাতে অনুব্রত মণ্ডলই বীরভূম তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি থাকছেন ।