পশ্চিমবঙ্গ

west bengal

Abhishek Banerjee অনুব্রতেই আস্থা তৃণমূলের, শীঘ্রই বৈঠক করবেন অভিষেক

By

Published : Aug 15, 2022, 3:16 PM IST

Updated : Aug 16, 2022, 9:29 AM IST

অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর বীরভূমে (Birbhum TMC) সংগঠনের দায়িত্ব কাকে দেওয়া হবে, তা নিয়ে আলোচনা করতে শিগগিরই বৈঠকে বসতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

Abhishek Banerjee to meet Birbhum TMC after Anubrata Mandal arrested
অনুব্রতেই আস্থা তৃণমূলের, শীঘ্রই বৈঠক করবেন অভিষেক

কলকাতা, 15 অগস্ট:স্বাধীনতা দিবসের প্রাকমুহূর্তে বেহালায় দাঁড়িয়ে বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) পাশে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তারপর দলের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপাতত অনুব্রতর পদ শূন্য রেখেই জেলা সংগঠনের কাজ এগিয়ে নিয়ে যেতে চায় । এখনও পর্যন্ত যা খবর, তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব অনুব্রত মণ্ডলকে এখনই পরিবর্তনের কথা ভাবছে না । বরং দল চাইছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ । সেই লক্ষ্যেই আলাদা আলাদা সাংগঠনিক বিভাগে ভাগ করে আপাতত তাদের হাতেই জেলার দায়িত্ব দিতে চাইছে তৃণমূল কংগ্রেস ।

গতকাল জেলা নেতৃত্ব বীরভূমে নিজেদের মতো করে বৈঠকের পর দলীয় সূত্রে যা খবর, বীরভূম জেলাকে নিয়ে আলাদা করে বসতে পারেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । সেই বৈঠকেই অনুব্রতর অনুপস্থিতিতে দল কীভাবে চলবে সে বিষয়ে দায়িত্ব ভাগ করে দেওয়া হতে পারে । তবে এখনও পর্যন্ত যতটুকু খবর, তাতে অনুব্রত মণ্ডলই বীরভূম তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি থাকছেন ।

আরও পড়ুন:গরু পাচার কাণ্ডে অনুব্রতকে তিনদফায় লাগাতার জেরা সিবিআইয়ের

তাঁর অবর্তমানে ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, সাংসদ অসিত মাল, অভিজিত্‍ সিংহ, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী-সহ অন্যদের নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হতে পারে । আপাতত যা ঠিক হয়েছে, তাতে আগামিকাল জেলাজুড়ে খেলা হবে দিবস পালনের নির্দেশ দেওয়া হয়েছে । এ ক্ষেত্রে জেলার নেতারাই এই দায়িত্ব পালন করবেন ।

এমনিতে শ্রাবণ মাসের শেষ সোমবার প্রতিবছর বাড়িতে যজ্ঞ করতেন কেষ্ট মণ্ডল । তবে এ বার সেই সুযোগ নেই । গরু পাচার মামলায় তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে গ্রেফতার করেছে সিবিআই । আপাতত তিনি নিজাম প্যালেসে । আর ও দিকে বোলপুরে চলছে যজ্ঞ । দাদার মঙ্গল কামনায় বীরভূমের তৃণমূল নেতাকর্মীরাই এই যজ্ঞের আয়োজন করেছেন । অনুব্রতর নামে সংকল্প করা হয়েছে । এ দিন সকালে পাঁচ জন পুরোহিত গিয়েছেন অনুব্রতর বাড়িতে । তবে বাইরে থেকে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না । বাড়ির লোকজন আর দলের ঘনিষ্ঠরাই রয়েছেন সেখানে । অনুব্রতর মেয়ে সুকন্যাও থাকছেন সেখানে ।

Last Updated :Aug 16, 2022, 9:29 AM IST

ABOUT THE AUTHOR

...view details