পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

ভোটের পরদিন পুরুলিয়ায় বিস্ফোরণ, মৃত নাবালক

গতকাল পুরুলিয়ার হুডুমদা গ্রামে একটি বাড়িতে বিস্ফোরণ ঘটে । এই ঘটনায় মহরম মোমিন নামে একজন জখম হয়েছেন । তাঁকে রাঁচির একটি হাসপাতালে ভরতি করা হয়েছে । ঘটনাস্থানে CID টিম গিয়েছে ।

ঘটনাস্থানে CID টিম গিয়েছে

By

Published : May 14, 2019, 5:03 PM IST

Updated : May 15, 2019, 12:10 AM IST

পুরুলিয়া, 14 মে : নির্বাচনের একদিন পরই পুরুলিয়ায় বিস্ফোরণ হল । পুরুলিয়ার বাঘমুন্ডি থানার হুডুমদা গ্রামের ঘটনা । এই ঘটনায় এক নাবালকের মৃত্যু হয়েছে । তার নাম শাহিদ (6) । পুলিশের প্রাথমিক অনুমান, বোমা ফেটে বিস্ফোরণ হয়েছে । আজ তদন্তে CID-র একটি দল সেখানে গিয়েছে ।

গতকাল গ্রামের একটি বাড়িতে বিস্ফোরণ ঘটে । এই ঘটনায় শাহিদ ও মহরম মোমিন নামে দুইজন গুরুতর জখম হয় । তাঁকে রাঁচির একটি হাসপাতালে তাঁদের নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা শাহিদকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর গ্রামবাসীরা পুলিশে খবর দেন । ঘটনাস্থানে গিয়ে পুলিশ বাড়ির যে ঘরে বিস্ফোরণ হয়েছে সেটি তালাবন্ধ দেখে ।

বাড়িটি তালাবন্ধ

স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা জসিমুদ্দিন মোমিন জানিয়েছেন, "ওই বাড়িতে মহরম মোমিন বিবি ও নাতিকে নিয়ে থাকত । বাড়ির একটি ঘরে গতকাল সন্ধেয় বিস্ফোরণ হয় ।" জেলার পুলিশ সুপার আকাশ মাঘারিয়া জানান, যেখানে বিস্ফোরণ হয়েছে সেই ঘরটি তালাবন্ধ থাকায় তদন্তে সমস্যা হচ্ছে । আজ ঘটনাস্থানে CID-র একটি দল গিয়েছে ।

দেখুন ভিডিয়ো
Last Updated : May 15, 2019, 12:10 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details