পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Organ Donation Saves Lives: দুর্ঘটনায় মৃত যুবকের অঙ্গদানে নতুন জীবন পেলেন 3 জন

দুর্ঘটনায় মৃত এক বিহারী যুবকের অঙ্গদানে (Organ Donation Saves Lives) নতুন জীবন পেলেন সুরাতের (Gujarat News) 3 জন ৷ 17 ডিসেম্বর দুর্ঘটনার কবলে পড়েছিলেন ওই যুবক ৷ হাসপাতালে তাঁর মৃত্যু হয় (Accident Death)৷

image of Dead body after Organ Donation ETV Bharat
অঙ্গদানের পর মৃতদেহকে ঘিরে রেখেছে পরিবার ও চিকিৎসকরা

By

Published : Dec 23, 2022, 2:30 PM IST

Updated : Dec 23, 2022, 3:11 PM IST

সুরাত, 23 ডিসেম্বর:এক যুবকের অঙ্গদানে (Organ Donation Saves Lives) নতুন জীবন পেলেন তিনজন ৷ সুরাতের (Gujarat News) নতুন সিভিল হাসপাতালে দুর্ঘটনার কবলে পড়া এক বিহারী যুবকের ব্রেন ডেথের পর তাঁর 2টি কিডনি ও লিভার দান করার সিদ্ধান্ত নেয় তাঁর পরিবার ৷ নিহত যুবক সুরাতের একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন । গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি (Accident Death)। তখনই তাঁর পরিবার তাঁর অঙ্গদানের সিদ্ধান্ত নেয় ৷

17 ডিসেম্বর দুর্ঘটনাটি ঘটেছে ৷ জানা গিয়েছে, 17 ডিসেম্বর মনোজ মহন্ত নামে এক যুবক চা পান করতে তাঁর অফিসের বাইরে গিয়েছিলেন । সেই সময় তিনি রাস্তা পার হয়ে রেলগেটের দিকে যাচ্ছিলেন । তখনই তীব্র গতিতে ছুটে আসা একটি বাইক তাঁকে সজোরে ধাক্কা মারে ৷ ছিটকে পড়েন মনোজ ৷ তাঁর মাথায় ও পায়ে গুরুতর আঘাত লাগে । ট্র্যাফিক পুলিশের তৎপরতায় সঙ্গে সঙ্গে তাঁকে অ্যাম্বুল্যান্সে করে নিউ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

যুবকটিকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় ৷ তবে ডাক্তারদের প্রচেষ্টার পরও শেষরক্ষা হয়নি ৷ চিকিৎসকরা তাঁর ব্রেন ডেথ ঘোষণা করেন । এরপর মৃত মনোজ মহন্তের অঙ্গদান (Organ Donation) করার সিদ্ধান্ত নেয় তার পরিবার । তাঁর দুটি কিডনি ও লিভার দান করা হয়েছে । সঙ্গে সঙ্গে গ্রিন করিডরের মাধ্যমে সেই অঙ্গগুলি আহমেদাবাদ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে মনোজের অঙ্গে নতুন জীবন পান তিনজন ৷

আরও পড়ুন:একজনের অঙ্গদানে বাঁচল 3 জনের প্রাণ

মনোজের দেহ তাঁর জন্মস্থান বিহারে নিয়ে যাওয়া হয়েছে ৷ সুরাতের সিভিল সুপারিনটেনডেন্ট ডা. গণেশ গোয়ালেকর, আরএমও ডা. কেতন নায়ক ও ডা. ওমকার চৌধুরী অঙ্গদানের প্রক্রিয়া ত্বরান্বিত করেন ৷ নবজীবন পাওয়া তিনজনের পরিবার ধন্যবাদ জানিয়েছে মনোজের পরিবারকে ৷

Last Updated : Dec 23, 2022, 3:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details