রামেশ্বরম (তামিলনাড়ু), 15 অক্টোবর: চন্দ্রযান 3 মহাকাশযানের সাফল্য ও উন্নয়নমূলক গতিবিধি দেখার পর ভারতের মহাকাশ প্রযুক্তির প্রতি আগ্রহী আমারিকা ৷ রবিবার এ কথা জানিয়েছেন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ ৷ তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্রে জটিল রকেট অভিযানের বিশেষজ্ঞরা ভারতকে মহাকাশ প্রযুক্তি তাঁদের সঙ্গে ভাগ করে নেওয়ার পরামর্শ দিয়েছেন ৷
একটি অনুষ্ঠানে ইসরো প্রধান বলেন, সময় পরিবর্তিত হয়েছে এবং ভারত সেরা ডিভাইস ও রকেট তৈরি করতে সক্ষম ৷ সেই কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহাকাশ ক্ষেত্রটি বেসরকারিদের জন্য উন্মুক্ত করেছেন ৷ সোমনাথ আজ প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতির 92তম জন্মবার্ষিকী স্মরণে ডক্টর এপিজে আবদুল কালামের ফাউন্ডেশন আয়োজিত একটি অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন । সেখানেই তিনি বলেন,
"আমাদের দেশ অনেক শক্তিশালী জাতি । আপনারা এটা বুঝেছেন ? দেশে আমাদের জ্ঞান এবং বুদ্ধিমত্তার স্তর বিশ্বের সেরাগুলির মধ্যে অন্যতম ৷ চন্দ্রযান-3-এ, যখন আমরা মহাকাশযানটির নকশা ও বিকাশ করেছি, তখন আমরা জেট প্রপালশন ল্যাবরেটরি, নাসা-জেপিএল-এ নাসার বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানিয়েছিলাম । তাঁরা সমস্ত রকেট বানায় এবং সবচেয়ে কঠিন অভিযানে যান ।"
সোমনাথ আরও বলেন যে, "নাসা-জেপিএল থেকে প্রায় 5-6 জন লোক এসেছিলেন (ইসরো সদর দফতরে) এবং আমরা তাঁদের চন্দ্রযান-3 সম্পর্কে গোটা বিষয়টি ব্যাখ্যা করেছি । এটি সফট ল্যান্ডিং হওয়ার আগে (23 আগস্ট) তা হয় । আমরা ব্যাখ্যা করেছি কীভাবে আমরা এই ডিজাইন করেছি এবং কীভাবে আমাদের ইঞ্জিনিয়াররা এটি তৈরি করেছে...এবং কীভাবে আমরা চাঁদের পৃষ্ঠে অবতরণ করতে যাচ্ছি, এবং তাঁরা শুধু বলেন যে, "কোনও মন্তব্য করব না । সবকিছু ভালো হতে চলেছে ।"