পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Sachin Pilot Divorced: ফারুক-কন্যার সঙ্গে বিবাহবিচ্ছেদ, মনোনয়ন পেশের হলফনামায় জানালেন সচিন পাইলট

Sachin Pilot, Sara Abdullah divorced: মনোনয়ন পেশের সময় হলফনামায় সচিন পাইলট জানিয়েছেন যে তাঁর বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে স্ত্রী সারা আবদুল্লাহর সঙ্গে ৷ মার্কিন যুক্তরাষ্ট্রে দুজনের প্রেম হওয়ার পর 2004 সালে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহর মেয়েকে বিয়ে করেন সচিন ৷

Sachin Pilot
সচিন পাইলট

By ETV Bharat Bangla Team

Published : Oct 31, 2023, 7:34 PM IST

জয়পুর, 31 অক্টোবর: রাজস্থান কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা ওয়ার্কিং কমিটির সদস্য সচিন পাইলটের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে তাঁর স্ত্রী সারা আবদুল্লাহর ৷ রাজস্থানের টংক বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার সময় সচিন যে হলফনামা পেশ করেছেন, তাতেই প্রকাশিত হয়েছে এই তাৎপর্যপূর্ণ তথ্য ৷ উল্লেখ্য, সচিনের প্রাক্তন স্ত্রী সারা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহর কন্যা ৷

সচিন পাইলট তাঁর মনোনয়নপত্রে 'স্ত্রী' কলামের পাশে লিখেছেন 'ডিভোর্সড' । তাঁর আর সারার সম্পর্কের মধ্যে তিক্ততার নানা খবর শোনা গিয়েছে বিভিন্ন সময়ে ৷ তবে তাঁদের যে বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে, তা প্রকাশ্যে এল এই প্রথম ৷ কবে তাঁদের ডিভোর্স হয়েছে তা হলফনামায় জানা যায়নি ।

সচিনের হলফনামা

তাঁর নির্বাচনী হলফনামায় সচিন পাইলট তাঁর দুই ছেলে আরান ও বিহান তাঁর উপর নির্ভরশীল হিসেবে উল্লেখ করেছেন । এর আগে, 2018 সালের নির্বাচনী হলফনামায় সচিন পাইলট সারাকে তাঁর স্ত্রী হিসাবে উল্লেখ করেছিলেন । 2018 সালের নির্বাচনের পরে যখন সচিন রাম নিবাস বাগে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে যোগ দেন, সেখানেও সারা পাইলট উপস্থিত ছিলেন ।

দুই পুত্রকে নিয়ে সচিন
ফারুক-কন্যা সারার সঙ্গে বিবাহবিচ্ছেদ সচিনের

আরও পড়ুন:ভোটের আগে কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদে দীপা দাসমুন্সি, সচিন পাইলটরা

2004 সালে সারাকে বিয়ে করেন সচিন । পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের হোয়ার্টন স্কুলে পড়ার সময় থেকেই তাঁরা প্রেমের সম্পর্কে আবদ্ধ হন ৷ বিয়ের 10 বছর পর দুজনের মধ্যে সম্পর্কের তিক্ততার কথা মিডিয়ায় প্রকাশ পেতে শুরু করে ৷ যদিও সচিন পাইলটকে তখন প্রকাশ্যে সেই খবরের সত্যতা অস্বীকার করতে দেখা গিয়েছে ৷

ফারুক-কন্যার সঙ্গে বিবাহবিচ্ছেদ সচিন পাইলটের
দুই পুত্রকে নিয়ে সারা

এ দিকে, তাঁর মনোনয়নপত্র দাখিল করার আগে আজ সচিন পাইলট ভুতেশ্বর মহাদেব মন্দিরে পুজো দেন এবং তাঁর সমর্থকদের সঙ্গে বড় কুয়ান থেকে টংক শহরের প্যাটেল চক পর্যন্ত মিছিলের নেতৃত্ব দেন । 200-সদস্যের রাজস্থান বিধানসভার জন্য ভোটগ্রহণ হবে 25 নভেম্বর ৷ 3 ডিসেম্বর হবে ভোটগণনা ৷ বিজেপি এখনও সচিন পাইলটের বিরুদ্ধে তাদের প্রার্থী ঘোষণা করেনি ৷ মনোনয়ন দাখিলের শেষ তারিখ 6 নভেম্বর ।

ABOUT THE AUTHOR

...view details