জয়পুর, 31 অক্টোবর: রাজস্থান কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা ওয়ার্কিং কমিটির সদস্য সচিন পাইলটের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে তাঁর স্ত্রী সারা আবদুল্লাহর ৷ রাজস্থানের টংক বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার সময় সচিন যে হলফনামা পেশ করেছেন, তাতেই প্রকাশিত হয়েছে এই তাৎপর্যপূর্ণ তথ্য ৷ উল্লেখ্য, সচিনের প্রাক্তন স্ত্রী সারা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহর কন্যা ৷
সচিন পাইলট তাঁর মনোনয়নপত্রে 'স্ত্রী' কলামের পাশে লিখেছেন 'ডিভোর্সড' । তাঁর আর সারার সম্পর্কের মধ্যে তিক্ততার নানা খবর শোনা গিয়েছে বিভিন্ন সময়ে ৷ তবে তাঁদের যে বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে, তা প্রকাশ্যে এল এই প্রথম ৷ কবে তাঁদের ডিভোর্স হয়েছে তা হলফনামায় জানা যায়নি ।
তাঁর নির্বাচনী হলফনামায় সচিন পাইলট তাঁর দুই ছেলে আরান ও বিহান তাঁর উপর নির্ভরশীল হিসেবে উল্লেখ করেছেন । এর আগে, 2018 সালের নির্বাচনী হলফনামায় সচিন পাইলট সারাকে তাঁর স্ত্রী হিসাবে উল্লেখ করেছিলেন । 2018 সালের নির্বাচনের পরে যখন সচিন রাম নিবাস বাগে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে যোগ দেন, সেখানেও সারা পাইলট উপস্থিত ছিলেন ।