চেন্নাই (তামিলনাড়ু), 9 এপ্রিল:এখনসেলফি রাজনৈতিক প্রচার ও নেতাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে ৷ প্রায়শই নেতা-মন্ত্রীদের অনুরাগী বা দলের কর্মীদের সঙ্গে সেলফি তুলতে দেখা যায় ৷ এই ব্যাপারে কারও থেকে পিছিয়ে নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । কখনও বলি-তারকা কখনও আবার অন্য কারও সঙ্গে সেলফি তোলেন প্রধানমন্ত্রী । সামাজিক মাধ্যমে তা নিয়ে আলোচনাও হয় বিস্তর । কিন্তু শনিবার এক বিশেষ সেলফির সাক্ষী হলেন তিনি।
পাশাপাশি এদিন বিজেপি কর্মীরাও প্রধানমন্ত্রীর এক অন্য রূপের সাক্ষী হলেন । বাক্যবাণে প্রতিপক্ষকে বিদ্ধ করা মোদি সম্পূর্ণ বিপরীত রূপে ধরা দিলেন এদিন ৷ প্রধানমন্ত্রী বিশেষভাবে সক্ষম এক বিজেপি কর্মীর আবদার মেটালেন ৷ তাঁর সঙ্গে তুললেন সেলফি এবং বিশেষ সেলফি বলে তা পোস্ট করলেন নিজের টুইটার হ্যান্ডেলে ৷
ওই বিশেষভাবে সক্ষম বিজেপি কর্মীর নাম থিরু এস মণিকন্দন ৷ তিনি ইরোডের বিজেপি বুথের সভাপতি ৷ বিজেপির একজন সক্রিয় কর্মী হওয়া সত্ত্বেও থিরু এস মণিকন্দন হয়তো কোনওদিন কল্পনা করতে পারেননি দলের শীর্ষ নেতা অর্থাৎ নরেন্দ্র মোদি তাঁর সঙ্গে সেলফি তুলবেন ৷ শুধু সেলফি তোলা নয়, তাঁর প্রশংসা করে প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্টও করবেন তাও জানা ছিল না মণিকন্দনের ৷