নয়াদিল্লি, 12 নভেম্বর: দীপাবলিতে জনগণকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ এ ছাড়াও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ নিজেদের সোশাল মিডিয়া হ্যান্ডেলে দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন ৷
আজ দেশবাসীর উদ্দেশে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে তাঁর এক্স হ্যান্ডেল থেকে বার্তা পাঠিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ তিনি লিখেছেন, "শুভ দীপাবলি উপলক্ষে, আমি সমস্ত দেশবাসী এবং বিদেশে বসবাসরত সমস্ত ভারতীয়দের আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই । দীপাবলি, আনন্দ ও আনন্দের একটি মহান উৎসব, অন্ধকারের উপর আলোর জয়, মন্দের উপর ভালো এবং অন্যায়ের উপর ন্যায়ের বিজয় উদযাপন করার একটি উৎসব । বিভিন্ন ধর্ম ও অনুসারীদের দ্বারা পালিত এই উৎসব প্রেম, ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের বার্তা দেয় । এই উৎসব আমাদের ভালো প্রকৃতি, ভালোবাসা, মমতা, 'ভালো ও লাভ'-এর প্রতীক এবং আমাদের বিবেককে আলোকিত করে । এই উৎসব আমাদের মানবতার জন্য ভালো কাজ করতেও অনুপ্রাণিত করে । দীপাবলিতে একটি প্রদীপ যেমন অনেক প্রদীপ জ্বালাতে পারে, তেমনই আমরা সমাজের দরিদ্র, দুস্থ ও অভাবী মানুষদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে তাঁদের জীবনে সুখ ও সমৃদ্ধির আলো ছড়িয়ে দিতে পারি । আসুন, আমরা সবাই মিলে পরিষ্কার-পরিচ্ছন্ন ও নিরাপদে আলোর উৎসব উদযাপন করি এবং পরিবেশ রক্ষায় অবদান রেখে দেশ গড়ার অঙ্গীকার করি।"
দীপাবলির শুভেচ্ছা জানাতে গিয়ে এ দিন ফের দেশবাসীকে পরিবারের সদস্য বলে সম্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি লিখেছেন, "দেশে আমার সব পরিবারের সদস্যদের দীপাবলির অনেক শুভেচ্ছা ৷"
নিজের এক্স হ্যান্ডেলে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷