বানসওয়াড়া (রাজস্থান), 7 জানুয়ারি: রাজস্থানের বানসওয়াড়া জেলায় চিতাবাঘের হামলায় জখম বাবা ও ছেলে (Leopard Attacked villagers in Banswara) ৷ শুক্রবার তুলোগাছের বাগানে কাজ করার সময় চিতাবাঘ হামলা করে বলে জানা গিয়েছে ৷ আর এই ঘটনায় গ্রামবাসীদের মারে মৃত্যু হয়েছে চিতাবাঘটির (Leopard Bludgeoned to Death by Armed Villagers) ৷ বন দফতর সূত্রে খবর, আহত বাবা ও ছেলের চিৎকার শুনে গ্রামবাসীরা লাঠি, বাঁশ নিয়ে সেখানে যায় ও চিতাবাঘটিকে মারধর করে ৷ যার ফলে বন্য ওই প্রাণীটির মৃত্যু হয়েছে ৷ আহত দু’জনকে স্থানীয় মহাত্মা গান্ধি হাসপাতালে ভরতি করানো হয়েছে ৷
বানসওয়াড়া জেলার দেওধরমা গ্রামের বাসিন্দা 22 বছরের দিলীপ নামের এক যুবক এবং তাঁর বাবা তুলোর বাগানে কাজ করছিলেন ৷ সেই সময় এক চিতাবাঘ তাঁদের উপরে হামলা করে ৷ তাঁদের চিৎকার শুনে গ্রামবাসীরা লাঠি ও বাঁশ নিয়ে ঘটনাস্থলে যায় এবং চিতাবাঘটিকে তাড়িয়ে দেয় ৷ দিলীপ এবং তাঁর বাবাকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করে ৷ এর পর লাঠি ও বাঁশ নিয়ে ফের তুলোর বাগানে যায় গ্রামবাসীরা ৷ সেখানে লুকিয়ে থাকা চিতাবাঘটিকে খুঁজে বের করে ও সেটিকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ৷ এই হামলার জেরে চিতাবাঘটির মৃত্যু হয় ৷