পশ্চিমবঙ্গ

west bengal

Leopard Dead in Rajasthan: 2 গ্রামবাসীর উপর হামলা, রাজস্থানে পিটিয়ে মারা হল চিতাবাঘকে

By

Published : Jan 7, 2023, 1:32 PM IST

দুই গ্রামবাসীর উপর হামলার ঘটনায় একটি চিতাবাঘকে পিটিয়ে মারার অভিযোগ উঠল রাজস্থানের বানসওয়াড়া জেলায় (Leopard Bludgeoned to Death by Armed Villagers) ৷ ঘটনায় আহত বাবা ও ছেলে হাসপাতালে ভরতি (Leopard Attacked villagers in Banswara) ৷ মৃত চিতাবাঘটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

Leopard Dead in Rajasthan ETV BHARAT
Leopard Dead in Rajasthan

বানসওয়াড়া (রাজস্থান), 7 জানুয়ারি: রাজস্থানের বানসওয়াড়া জেলায় চিতাবাঘের হামলায় জখম বাবা ও ছেলে (Leopard Attacked villagers in Banswara) ৷ শুক্রবার তুলোগাছের বাগানে কাজ করার সময় চিতাবাঘ হামলা করে বলে জানা গিয়েছে ৷ আর এই ঘটনায় গ্রামবাসীদের মারে মৃত্যু হয়েছে চিতাবাঘটির (Leopard Bludgeoned to Death by Armed Villagers) ৷ বন দফতর সূত্রে খবর, আহত বাবা ও ছেলের চিৎকার শুনে গ্রামবাসীরা লাঠি, বাঁশ নিয়ে সেখানে যায় ও চিতাবাঘটিকে মারধর করে ৷ যার ফলে বন্য ওই প্রাণীটির মৃত্যু হয়েছে ৷ আহত দু’জনকে স্থানীয় মহাত্মা গান্ধি হাসপাতালে ভরতি করানো হয়েছে ৷

বানসওয়াড়া জেলার দেওধরমা গ্রামের বাসিন্দা 22 বছরের দিলীপ নামের এক যুবক এবং তাঁর বাবা তুলোর বাগানে কাজ করছিলেন ৷ সেই সময় এক চিতাবাঘ তাঁদের উপরে হামলা করে ৷ তাঁদের চিৎকার শুনে গ্রামবাসীরা লাঠি ও বাঁশ নিয়ে ঘটনাস্থলে যায় এবং চিতাবাঘটিকে তাড়িয়ে দেয় ৷ দিলীপ এবং তাঁর বাবাকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করে ৷ এর পর লাঠি ও বাঁশ নিয়ে ফের তুলোর বাগানে যায় গ্রামবাসীরা ৷ সেখানে লুকিয়ে থাকা চিতাবাঘটিকে খুঁজে বের করে ও সেটিকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ৷ এই হামলার জেরে চিতাবাঘটির মৃত্যু হয় ৷

এই ঘটনা সম্পর্কে বানসওয়াড়া রেঞ্জ অফিসার গোবিন্দ কিনচি জানিয়েছেন, গ্রামবাসীরা একটি চিতাবাঘকে মেরে ফেলেছে ৷ মৃত চিতাবাঘটির দেহ স্থানীয় পশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ সেখানে ময়নাতদন্তের পর। চিতাবাঘটিকে মাটিতে পুঁতে দেওয়া হবে ৷ এই ঘটনায় বন দফতরের তরফে তদন্ত শুরু করা হয়েছে ৷ জানা গিয়েছে, চিতাবাঘটির পা ভেঙে গিয়েছিল হামলার সময় ৷ তাই তার উপরে যখন গ্রামবাসীরা হামলা চালায়, তখন সে প্রাণ বাঁচিয়ে পালাতে পারেনি ৷ ফলে একটি আহত বন্যপ্রাণীকে নির্মমভাবে হত্যার ঘটনায় বন দফতর কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন রেঞ্জ অফিসার ৷

আরও পড়ুন:চিতাবাঘের হামলায় মৃত্যু 4 শিশুর, বাঘকে 'বাগে' পেতে ভিনরাজ্যের শার্প শুটারকে সমন

উল্লেখ্য, অন্য একটি ঘটনায় ঢোলপুর জেলায় একটি চিতাবাঘের হামলায় ষাঁড়ের মৃত্যু হয়েছে ৷ ষাঁড়ের উপরে চিতাবাঘের হামলার ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ৷ ঢোলপুরেই কয়েকদিন আগে একটি চিতাবাঘ এক গ্রামবাসীর উপরে হামলা করেছিল ৷ একের পর এক চিতাবাঘের লোকালয়ে বেরিয়ে আসার ঘটনায়, জঙ্গল ও তার আশেপাশের এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন এক বন দফতরের আধিকারিক ৷

ABOUT THE AUTHOR

...view details