মুম্বই, 31 অগস্ট: ‘ইন্ডিয়া’ ব্লকে যে রাজনৈতিক দলগুলি সামিল হবে, তাদের দেশের সংবিধান ও গণতন্ত্র রক্ষা করার জন্য ইগো ভুলে এক জোট হতে হবে ৷ বৃহস্পতিবার এই বক্তব্যই পাওয়া গিয়েছে রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের কাছ থেকে ৷ এ দিন তিনি বলেন, "ইন্ডিয়া মানে আমরা সবাই দেশকে রক্ষা করতে, দারিদ্র্য ও ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির বিরুদ্ধে লড়াই করতে এবং কৃষকদের অবস্থার উন্নতি করতে একত্রিত হয়েছি ।"
মুম্বইয়ে আজ থেকে শুরু হয়েছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির ‘ইন্ডিয়া’ ব্লকের তৃতীয় বৈঠক ৷ সেই বৈঠকে যোগ দিতেই বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন রেলমন্ত্রী বাণিজ্য নগরীতে পৌঁছেছেন ৷ সেখানে পৌঁছানোর পর জোট নিয়ে এই মন্তব্য করেন তিনি ৷
লালু প্রসাদ যাদব বলেন, "নরেন্দ্র মোদি সরকার ব্যর্থ হয়েছে, তাই ভারতীয় সংবিধান এবং গণতন্ত্রকে শক্তিশালী করতে আমাদের একত্রিত হতে হবে । আমাদের অহং ত্যাগ করে একটি সাধারণ কারণ বা একটি সাধারণ কর্মসূচি তৈরি করতে হবে৷ আ (2024 সালের লোকসভা নির্বাচন) একের বিরুদ্ধে এক লড়াই করতে হবে ।"