নয়া দিল্লি, 5 জুলাই : রাফাল (Rafale) বিতর্কে কংগ্রেসকে পাল্টা বিঁধল বিজেপি ৷ গেরুয়া শিবিরের মুখপাত্র সম্বিত পাত্রর (Sambit Patra) প্রশ্ন, দেশের বিমান বাহিনীর ক্রমহ্রাসমান শক্তির কথা জানা থাকলেও যুদ্ধবিমানের ব্যবস্থা করেনি কেন কংগ্রেস সরকার ? চাহিদা মতো কমিশন পায়নি বলে ?
নতুন করে ভারতের সঙ্গে রাফাল চুক্তি নিয়ে দুর্নীতির অভিযোগের বিচারবিভাগীয় তদন্ত শুরু করেছে ফ্রান্স (France) সরকার ৷ এই সংবাদ প্রাকাশ্যে আসতেই সম্মুখ সমরে কংগ্রেস ও বিজেপি ৷ দুই দলের নেতাদের মধ্যে ফের শুরু হয়েছে বাকযুদ্ধ ৷ সম্প্রতি কংগ্রেসের তরফে প্রশ্ন তোলা হয়, ফ্রান্সে রাফাল চুক্তির সম্ভাব্য দুর্নীতির প্রশ্নে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়ার পর বিজেপি সরকার মৌনব্রত অবলম্বন করল কেন ? পাল্টা সম্বিত পাত্রের অভিযোগ, কংগ্রেস জাতীয় নিরাপত্তার প্রশ্নে অভিযোগ তুলছে ৷ তিনি বলেন, "10 বছর ধরে দেশের বিমান বাহিনীর ক্রমহ্রাসমান শক্তির কথা জানা থাকলেও যুদ্ধবিমানের কোনও ব্যবস্থা করেনি কংগ্রেস সরকার ৷ গান্ধি পরিবার তাদের চাহিদা মতো কমিশন পায়নি বলেই কি যুদ্ধবিমান কেনা হয়নি ?"