নয়াদিল্লি, 25 ডিসেম্বর: চিন-সহ কয়েকটি দেশে করোনা সংক্রমণ ফের বৃদ্ধি পাওয়ায় চিন্তায় রয়েছে ভারত সরকার ৷ এদেশে সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে থাকলেও বিষয়টি নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না কেন্দ্র ৷ তাই বেশকিছু সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ৷ যার অন্যতম হল, বিদেশ থেকে এদেশে আসা যাত্রীদের আরটি-পিসিআর পরীক্ষা ৷ বাইরের দেশগুলিতে মূলত ওমিক্রনের উপপ্রজাতি বিএফ. 7-এর সংক্রমণ ছড়াচ্ছে ৷ বর্তমানে দেশে উৎসবের মরশুম চলছে ৷ বড়দিন, নববর্ষ উপলক্ষে বহু পর্যটক ভারতে আসছেন এই সময়ে ৷ এই সময়ে বিমানবন্দরে বাইরের দেশ থেকে আসা যাত্রীদের করোনা পরীক্ষার বিষয়টি পর্যটন শিল্পে কী প্রভাব ফেলতে পারে তা নিয়ে জল্পনা চলছে ৷ তবে দেশের পর্যটনে এর নেতিবাচক প্রভাব পড়বে না বলেই সংশ্লিষ্ট মহলের ধারণা (international passengers welcome the precautionary steps of Centre Govt to control Corona infection)৷
শনিবার স্বাস্থ্যমন্ত্রকের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ড থেকে আসা যাত্রীদের করোনার আরটি-পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক (corona tests for international passengers) ৷ দেশে করোনা সংক্রমণ কমায় ও সিংহভাগ মানুষের কোভিড টিকার 2টি ডোজ নেওয়া হয়ে যাওয়ায় নভেম্বর থেকে বাইরে থেকে আসা যাত্রীদের করোনা পরীক্ষা বন্ধ হয়ে গিয়েছিল ৷ শনিবার থেকেই দিল্লি, মুম্বই, হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, আমেদাবাদ, পুণে, গোয়া, ইন্দোরের বিমানবন্দরে আন্তর্জাতিক উড়ানের যাত্রীদের ব়্যানডাম করোনা পরীক্ষা শুরু হয়েছে (RT-PCR tests in Airports) ৷
আরও পড়ুন:ভোল বদলে ফিরছে করোনা ! অক্সিজেন সরবরাহ অটুট রাখার নির্দেশ কেন্দ্রের