নয়াদিল্লি, 10 নভেম্বর: আজ দিল্লিতে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে টু প্লাস টু দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়েছে ৷ যার শুরুতে দুই দেশের প্রতিরক্ষা বিষয়ে নিজের মতামত পেশ করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ জানালেন, ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক কৌশলগত অভিন্নতা ও প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা ক্রমশ বেড়ে উঠছে ৷ দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে প্রতিরক্ষা ক্ষেত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ বলে উল্লেখ করেন রাজনাথ ৷ তিনি বলেন, ‘‘আমরা প্রতিরক্ষায় সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে মুখিয়ে রয়েছিল ৷’’
ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র বৃহত্তর প্রতিরক্ষা শিল্প স্থাপনের মাধ্যমে বিশ্বব্যাপী তাদের কৌশলগত অংশীদারিত্বকে আরও বাড়িয়ে তুলতে আগ্রহী ৷ সেই নিয়েও আজকের এই টু প্লাস টু দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের প্রতিরক্ষা ও বিদেশমন্ত্রকের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে ৷ এক্ষেত্রে ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়টিও উঠে এসেছে ৷ বিশেষত ওই অঞ্চলে খনিজ সম্পদ এবং উচ্চক্ষমতা সম্পন্ন প্রযুক্তির ব্যবহারের বিষয়ে এ দিনের দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা হয় ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে এই দ্বিপাক্ষিক বৈঠকে নেতৃত্ব দিয়েছেন মার্কিন স্টেট সচিব অ্যান্টোনি বিলকেন এবং মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ৷