পশ্চিমবঙ্গ

west bengal

India-US Bilateral Ties: ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কে প্রতিরক্ষা অন্যতম স্তম্ভ, মত রাজনাথের

By ETV Bharat Bangla Team

Published : Nov 10, 2023, 3:22 PM IST

Rajnath Singh on India-US Bilateral 2+2 Dialogue: ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক কৌশলগত অভিন্নতা ও প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা ক্রমশ বেড়ে উঠছে ৷ আজ দুই দেশের টু প্লাস টু দ্বিপাক্ষিক বৈঠকে এমনটাই জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷

ETV BHARAT
ETV BHARAT

নয়াদিল্লি, 10 নভেম্বর: আজ দিল্লিতে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে টু প্লাস টু দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়েছে ৷ যার শুরুতে দুই দেশের প্রতিরক্ষা বিষয়ে নিজের মতামত পেশ করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ জানালেন, ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক কৌশলগত অভিন্নতা ও প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা ক্রমশ বেড়ে উঠছে ৷ দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে প্রতিরক্ষা ক্ষেত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ বলে উল্লেখ করেন রাজনাথ ৷ তিনি বলেন, ‘‘আমরা প্রতিরক্ষায় সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে মুখিয়ে রয়েছিল ৷’’

ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র বৃহত্তর প্রতিরক্ষা শিল্প স্থাপনের মাধ্যমে বিশ্বব্যাপী তাদের কৌশলগত অংশীদারিত্বকে আরও বাড়িয়ে তুলতে আগ্রহী ৷ সেই নিয়েও আজকের এই টু প্লাস টু দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের প্রতিরক্ষা ও বিদেশমন্ত্রকের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে ৷ এক্ষেত্রে ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়টিও উঠে এসেছে ৷ বিশেষত ওই অঞ্চলে খনিজ সম্পদ এবং উচ্চক্ষমতা সম্পন্ন প্রযুক্তির ব্যবহারের বিষয়ে এ দিনের দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা হয় ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে এই দ্বিপাক্ষিক বৈঠকে নেতৃত্ব দিয়েছেন মার্কিন স্টেট সচিব অ্যান্টোনি বিলকেন এবং মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ৷

আর ভারতের তরফে এই বৈঠকে প্রতিনিধিত্ব করেন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ বিদেশমন্ত্রী এই দ্বিপাক্ষিক বৈঠকের বিষয় নিয়ে বলেন, ‘‘আমাদের আজকের আলোচনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দূরদর্শী সম্পর্ক গড়ে তোলার এবং গ্লোবাল এজেন্ডাকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে দেবে ৷’’ পাশাপাশি, নতুন বেশ কিছু ক্ষেত্রে চুক্তি করেছে বলে জানান জয়শঙ্কর ৷ জটিল প্রযুক্তির ব্যবহারে মানবসভ্যতার উন্নতিতে প্রাকৃতিক সম্পদের ব্যবহারের বিষয়গুলিও দ্বিপাক্ষিক বৈঠকে আলোচিত হয়েছে ৷

আরও পড়ুন:

  1. ভারতে সফরে মার্কিন বিদেশ সচিব, কথা রাজনাথ-জয়শংকরের সঙ্গে
  2. ভারত-কানাডার মধ্যে কূটনীতির জায়গা এখনও রয়েছে, মন্তব্য জয়শঙ্করের
  3. হামাস যা করেছে তা ভয়াবহ, প্যালেস্তাইনের নাগরিকদের পরিস্থিতিও অসহনীয়: ওবামা

ABOUT THE AUTHOR

...view details