নয়াদিল্লি, 8 এপ্রিল: করোনাসংক্রমণের নতুন ঢেউ ? ক্রমশ ঊর্ধ্বমুখী দৈনিক আক্রান্তের সংখ্যা যেন সেই আভাস দিচ্ছে ৷ শনিবার সকাল 8টায় স্বাস্থ্য় মন্ত্রক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দেশে 24 ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে 6 হাজার 155 জন ৷ শুক্রবার এই সংখ্যাটা ছিল 6 হাজার 49 ৷ এখনও পর্যন্ত দেশে মোট 4 কোটি 47,51,259 জন করোনায় সংক্রমিত হলেন ৷ আজ স্বাস্থ্য়মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী সক্রিয় রোগীর সংখ্যা 31 হাজার 194 জন, যা মোট সংক্রমণের 0.07 শতাংশ ৷ এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়ে বিহারে 70 বছরের এক প্রৌঢ়ার মৃত্যু হয়েছে ৷ পাশাপাশি 24 ঘণ্টায় প্রাণ গিয়েছে মোট 11 জনের ।
রিপোর্ট অনুযায়ী, সর্বোচ্চ সংক্রমণে প্রথম কেরল ৷ এই রাজ্যে 24 ঘণ্টায় 1 হাজার 900 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ এরপরই মহারাষ্ট্রে 926 জন এবং তৃতীয় সর্বোচ্চ দিল্লিতে 733 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ তামিলনাড়ুতে 303 জন, কর্ণাটকে 274 জন, উত্তরপ্রদেশে 232 জন কোভিড-19 সংক্রমিত হয়েছেন ৷ গত 24 ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন জন ৷ শুক্রবার 3 হাজার 320 জন করোনা রোগী সুস্থ হয়েছিলেন ৷ এ নিয়ে দেশে 4 কোটি 41 লক্ষ 89 হাজার 111 ৷ সুস্থতার হার 98.75% ৷