নয়াদিল্লি, 7 জানুয়ারি: 1901 সাল থেকে পঞ্চম উষ্ণতম বছর হল 2022 (Fifth Warmest Year for India) ৷ এমনটাই উঠে এসেছে এক গবেষণায় ৷ সম্প্রতি মৌসম ভবনের (India Meteorological Department) তরফে ভারতের জলবায়ু পরিবর্তন নিয়ে একটি বিবৃতি দেওয়া হয় ৷ সেখানে বলা হয়েছে, 2022 সালে ভূমিপৃষ্ঠের বার্ষিক গড় তাপমাত্রা দীর্ঘমেয়াদি গড় থেকে 0.51 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল, যা 1981-2010 সময়ের গড় তাপমাত্রা (Climate Change In India) । মৌসম ভবন 1901 সাল থেকে এই সংক্রান্ত রেকর্ড রাখতে শুরু করে ।
2016 সালে ভারতে সবচেয়ে বেশি উষ্ণ দিন ছিল । তার থেকেও তাপমাত্রা পারদ চড়েছিল 2022 সালে ৷ 2016 সালে গড় তাপমাত্রা বেড়ে ছিল 0.71 ডিগ্রি সেলসিয়াস । 2022-এর শীতের মৌরসুমে ভারতে গড় তাপমাত্রা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত 0.04 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ছিল, যা স্বাভাবিক (2022 fifth warmest year for India) ।
বর্ষার আগে মার্চ থেকে মে মাসে তাপমাত্রা 1.06 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে ছিল, যা স্বাভাবিকের চেয়ে বেশি । 2022 সালে, 1971-2020 সময়ের উপর ভিত্তি করে সমগ্র দেশে বৃষ্টিপাতের পরিমাণ দীর্ঘ সময়ের গড় 108 শতাংশ ছিল । গত বছরও 15টি ঘূর্ণিঝড়ের ঘটনা ঘটেছে ৷ যার মধ্যে তিনটি ঘূর্ণিঝড় এবং উত্তর ভারত মহাসাগরে 12টি নিম্নচাপ এলাকা রয়েছে ৷ যা 1965-2021 সালের তথ্যের ভিত্তিতে স্বাভাবিক 11.2 ছিল । এগুলি ছাড়াও দেশের বিভিন্ন স্থানে অতি ভারী বৃষ্টি, বন্যা, ভূমিধস, বজ্রপাত, খরার মতো অস্বাভাবিক ঘটনাও ঘটেছে ।