আহমেদাবাদ, 19 সেপ্টেম্বর : গুজরাত উপকূলে যৌথ অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের এটিএস (Anti-Terrorist Squad) এবং উপকূল রক্ষীবাহিনী (Coast Guard) ৷ ঘটনাস্থল থেকে সাত নাবিক-সহ ইরানের একটি নৌকা বাজেয়াপ্ত করে তারা ৷ ওই নৌকা থেকেই বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে শনিবার রাতে ৷ সংশ্লিষ্ট প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বাজেয়াপ্ত হওয়া নৌকাটি থেকে 30 থেকে 50 কিলোগ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে ৷ ভারতীয় মুদ্রায় যার বাজারদর 150 থেকে 250 কোটি টাকা ! তবে ওই নৌকায় ঠিক কতটা পরিমাণ হেরোইন ছিল, তা জানতে এখনও কিছুটা সময় লাগবে ৷ বিশেষজ্ঞরাই উদ্ধার হওয়া হেরোইনের সঠিক পরিমাণ বলতে পারবেন ৷
আরও পড়ুন :Drugs recovered : রাজধানী এক্সপ্রেসে 20 কোটির হেরোইন, নগদ 62 লাখ; গ্রেফতার দুই মহিলা সহ 3
গুজরাত এটিএস-এর এই সাফল্যের কথা সরকারের পক্ষ থেকেও সকলকে জানানো হয়েছে ৷ রাজ্যের প্রতিরক্ষা দফতরের এক জনসংযোগ আধিকারিক এই প্রসঙ্গে একটি টুইট করেন ৷ তিনি লিখেছেন, ‘‘গোয়েন্দা রিপোর্টের উপর ভিত্তি করেই যৌথ অভিযান চালিয়েছিল ভারতীয় উপকূল রক্ষীবাহিনী এবং গুজরাত এটিএস ৷ ভারতীয় জলসীমা থেকে তারা ইরানের একটি নৌকা বাজেয়াপ্ত করে ৷ নৌকায় সওয়ার সাত নাবিককেও গ্রেফতার করা হয়েছে ৷ আরও অনুসন্ধান এবং তদন্তের জন্য নৌকাটি নিকটবর্তী বন্দরে নিয়ে আসা হয়েছে ৷’’