নয়াদিল্লি, মার্চ 11: সতীশ কৌশিকের (Actor Satish Kaushik passed away on Thrusday ) মৃত্যুর একদিন পরই প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য ৷ দিল্লির ফার্মহাউস থেকে কিছু ওষুধ উদ্ধার করল পুলিশ ৷ সূত্রের খবর, মৃত্যুর আগে এই ফার্মহাউসেই ছিলেন 66 বছর বয়সি প্রবীণ অভিনেতা ৷ দিল্লির দক্ষিণ-পশ্চিম জেলা পুলিশের একটি তদন্তকারী দল ফার্মহাউস পরিদর্শন করে ৷ তখনই সেখান থেকে ওষুধ পাওয়া যায় বলে খবর ৷ পুলিশ প্রয়াত অভিনেতার মৃত্যুর ঘটনায় বিস্তারিত তদন্ত করছে । আপাতত অপেক্ষা ময়নাতদন্তের রিপোর্টের জন্য । রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে ৷
সূত্রের খবর, তদন্তকারী দল যে ফার্মহাউস থেকে ওষুধ উদ্ধার করেছে সেখানে একটি পার্টির আয়োজন করা হয়েছিল ৷ আয়োজক ছিলেন এক শিল্পপতি ৷ জানা গিয়েছে, শিল্পপতির বিরুদ্ধে কিছু মামলা রয়েছে ৷ ফলে তিনি এমনিতেই পুলিশের নজরে ৷ ফার্মহাউসে সেদিন কারা উপস্থিত ছিলেন, তা খুঁজে বের করার চেষ্টা চলছে ৷ আর তার জন্য অতিথিদের তালিকাও খতিয়ে দেখা হচ্ছে ।
বুধবার অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা সতীশ কৌশিকের মৃত্যু হয় গুরুগ্রামে। 7 মার্চ তিনি মুম্বইতে শাবানা আজমি এবং জাভেদ আখতারের হোলি পার্টিতে যোগ দিয়েছিলেন বলে জানা গিয়েছে । সূত্র মারফত জানা গিয়েছে, এরপর সতীশ দিল্লি আসেন ৷ ঘনিষ্ঠ বন্ধুর হোলি পার্টিতে যোগ দিতেই তাঁর দিল্লি আসা ৷ সেই পার্টিতেই অসুস্থ হয়ে পড়েন সতীশ। এরপর হাসপাতাল যাওয়ার পথে গাড়িতেই তাঁর মৃত্যু হয়।