চেন্নাই, 29 অক্টোবর : নীরবতা ভাঙলেন রজনীকান্ত ৷ রাজনৈতিক কেরিয়ার নিয়ে তিনি পুনর্বিবেচনা করবেন এবং "সঠিক সময়" এলে তাঁর সিদ্ধান্তের কথা জানাবেন বলে আজ টুইট করে জানিয়েছেন তিনি ।
রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক, জানালেন রজনীকান্ত
শারীরিক সমস্যার কারণে রাজনীতির ময়দান থেকে সরে দাঁড়াতে চলেছেন রজনীকান্ত । সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি পোস্ট ঘিরে শুরু হয়েছিল জল্পনা ৷ আজ টুইট করে তিনি জানান, সোশাল মিডিয়ায় যে চিঠিটি ফাঁস হয়েছে সেটি তিনি লেখেননি ৷
শারীরিক সমস্যার কারণে রাজনীতির ময়দান থেকে সরে দাঁড়াতে চলেছেন রজনীকান্ত । সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি পোস্ট ঘিরে শুরু হয়েছিল জল্পনা ৷ আজ টুইট করে তিনি জানান, সোশাল মিডিয়ায় যে চিঠিটি ফাঁস হয়েছে সেটি তিনি লেখেননি ৷ তবে চিঠিতে তাঁর শারীরিক সমস্যার বিষয়টি নিয়ে যা লেখা রয়েছে সেটি ঠিক ৷ 2016 সালে তাঁর কিডনি প্রতিস্থাপন হয়েছিল ৷ তাই এই কোরোনা পরিস্থিতিতে চিকিৎসকরা তাঁকে রাজনীতির ময়দান থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন ৷
তিনি টুইটারে লেখেন, 2011 সালে তাঁর কিডনির সমস্যা ধরা পড়ে ৷ সেই সময় সিঙ্গাপুরের একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল ৷ 2016 সালের মে মাসে অ্যামেরিকার একটি হাসপাতালে তাঁর কিডনি প্রতিস্থাপন করা হয় । রাজনীতির ময়দানে নামার আগেই তিনি চিকিৎসকের পরামর্শ নিয়েছিলেন ৷ বলেন, " রজনী মাক্কাল মন্দরামের সদস্যদের সঙ্গে আলোচনা করে সঠিক সময়ে আমি আমার রাজনৈতিক অবস্থান জনগণের সামনে স্পষ্ট করব ৷"