ETV Bharat / sports

নজর প্লে-অফে, ফিরতি লেগে লখনউয়ের বিরুদ্ধে বদলার খোঁজে চেন্নাই - IPL 2024

author img

By PTI

Published : Apr 23, 2024, 11:22 AM IST

IPL 2024: আইপিএলের ফিরতি লেগে আজ মুখোমুখি চেন্নাই সুপার কিংস এবং লখনউ সুপার জায়ান্টস ৷ গত ম্যাচেও দুই দল লখনউয়ে মুখোমুখি হয়েছিল ৷ যেখানে চেন্নাই সুপার কিংসকে 8 উইকেটে হারিয়েছে এলএসজি ৷ এবার ফিরতি লেগে ঘরের মাঠে বদলার পালা সিএসকের ৷

ETV BHARAT
ETV BHARAT

চেন্নাই, 23 এপ্রিল: আইপিএলে মঙ্গলবার চেন্নাই সুপার কিংস এবং লখনউ সুপার জায়ান্টস ৷ প্রথম লেগে দু'দলের শেষ সাক্ষাতে এলএসজি জিতেছিল 8 উইকেটে ৷ এবার মহেন্দ্র সিং ধোনির গড় চেন্নাইয়ে মুখোমুখি দুই দল ৷ গত ম্যাচের বড় হারের শোধ নিতে মরিয়া ইয়েলো-ব্রিগেড ৷ তবে, চেন্নাইয়ের পক্ষে অনেক কিছু পারফেক্ট করার চ্যালেঞ্জ রয়েছে আজ ৷

ঘরের মাঠের সুবিধা থাকলেও, চেন্নাইয়ের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে তাদের ওপেনিং ৷ প্রথম ছ'ম্যাচে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় এবং রাচিন রবীন্দ্র ওপেন করেছিলেন ৷ কিন্তু রুতুরাজ সফল হলেও, ভারতীয় বংশোদ্ভুত কিউয়ি ব্যাটার রান পাননি ৷ এই পরিস্থিতিতে লখনউয়ের বিরুদ্ধে গত ম্যাচে রাচিনের সঙ্গে চোট সারিয়ে দলে ফেরা অজিঙ্ক রাহানেকে ওপেন করিয়েছিল সিএসকে ৷ কিন্তু, সেখানেও ওপেনিং জুটি ব্যর্থ ৷ শূন্য়তে উইকেট দিয়ে এসেছিলেন রাচিন ৷ রাহানে কামব্যাকে 24 বলে 36 রান করলেও, তেমন প্রভাব ফেলতে পারেননি ৷

উলটোদিকে অধিনায়ক রুতুরাজও গত ম্যাচে রান পাননি ৷ ব্যর্থ শিবম দুবে এবং সমীর রিজভি ৷ তবে, রবীন্দ্র জাদেজাকে লোয়ার মিডল-অর্ডার থেকে তুলে 4 নম্বরে খেলানোর সিদ্ধান্ত হিট করেছে ৷ জাদেজা গত ম্যাচে ইনিংস অ্যাঙ্কর করার পাশাপাশি, শেষের দিকে বড় শট খেলেছেন ৷ হাফসেঞ্চুরিও করেন ৷ চেন্নাইয়ের জন্য সুখরব মইন আলির ফর্মে ফেরা ৷ আর শেষে 2-3 ওভারে ধোনির পিঞ্চহিট জারি রয়েছে ৷ কিন্তু, টপ-অর্ডারের ব্যর্থতা মাথাব্যাথার কারণ সিএসকের ৷

তবে, চেন্নাইয়ের বোলিং এই মরশুমে চিপকের বাইরে অ্যাওয়ে ম্যাচে খুব একটা কার্যকরি হয়নি ৷ যেহেতু আজকের ম্যাচ ঘরের মাঠে, তাই বোলিং নিয়ে খুব একটা চিন্তা হয়তো থাকবে না সিএসকে থিঙ্কট্যাঙ্কের ৷ দীপক চাহার, তুষার দেশপান্ডে, মুস্তাফিজুর রহমান, মথিষা পাথিরানা, রবীন্দ্র জাদেজা এবং মইন আলির বোলিং চেন্নাইকে ঘরের মাঠে সাফল্য এনে দিতে যথেষ্ঠ ৷

অন্যদিকে, লখনউ সুপার জায়ান্টসের কাহিনীও অনেকটা এক ৷ ঘরের মাঠের বাইরে তাদের ব্যাটিং-বোলিং দু’টোই ফ্লপ ৷ তবে, গত ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে মরশুমের প্রথম সেঞ্চুরি পার্টনারশিপ করেছেন দুই ওপেনার কেএল রাহুল এবং কুইন্টন ডি’কক ৷ স্লথ ইনিংস হলেও, দু’জনের রানে ফেরা এলএসজি-র কাছে স্বতির ৷ নিকোলাস পুরান ফিনিশার হিসেবে তাঁর দায়িত্ব প্রতি ম্যাচেই পালন করছেন ৷ কিন্তু, দীপক হুডা, আয়ূষ বাদোনি, মার্কস স্টইনিস এবং ক্রুণাল পান্ডিয়ার ব্যাটে সেই অর্থে বড় রান নেই ৷ বাদোনি এই মরশুমে একটি মাত্র হাফসেঞ্চুরি করেছেন ৷

লখনউ সুপার জায়ান্টসের জন্য ভালো খবর চোট সারিয়ে আজকের ম্যাচে দলে ফিরছেন আইপিএল তথা ভারতীয় ক্রিকেটের নয়া স্পিড-স্টার ময়াঙ্ক যাদব ৷ তিনটি ম্যাচে খেলার পরেই সাইড-স্ট্রেনের কারণে পরের তিন ম্যাচ বাইরে ছিলেন ৷ চেন্নাইয়ে ময়াঙ্কের পেস সিএসকের ব্যাটিংকে ডি-রেল করতে পারে কিনা, সেটাই দেখার ৷ তবে, চোট সারিয়ে প্রথম ম্যাচ খেলা ময়াঙ্ক দেড়শোর উপর গতিতে বল করবেন কিনা, সেটাও বড় প্রশ্ন ৷

অন্যদিকে যশ ঠাকুর, মহসিন খান, রবি বিষ্ণোইয়ের থেকে আরও ভালো পারফরম্যান্স আশা করছে লখনউ ম্যানেজমেন্ট ৷ বিশেষত, বিষ্ণোই এবং ক্রুণালের থেকে ৷ এই মুহূর্তে সিএসকে এবং এলএসজি সাতটি করে ম্যাচ খেলেছে ৷ যেখানে 4টি জয় ও তিনটি ম্যাচ হেরেছে দুই দলই ৷ দু’তরফে 8 পয়েন্ট করে রয়েছে ৷ তবে, নেট রানরেটের হিসেবে চেন্নাই একধাপ এগিয়ে পয়েন্ট তালিকায় 4 নম্বরে রয়েছে ৷ ফলে আজকের ম্যাচ যারা জিতবে তাদের সামনে সুযোগ প্লে-অফের দৌড়ে স্থান আরও মজবুত করার ৷ চেন্নাইয়ের সামনে সুযোগ রয়েছে এসআরএইচকে টপকে তিন নম্বরে উঠে যাওয়ার ৷ সেখানেই লখনউ জিতলে চেন্নাইকে সরিয়ে চারনম্বরে চলে যাবে ৷

আরও পড়ুন:

  1. শতরানে 'যশস্বী' জয়সওয়াল, রোহিতদের হারিয়ে মগডালে অবস্থান মজবুত করল রয়্যালস
  2. 'বিরাট' বিতর্ক ইডেনে, জরিমানা দিয়ে খেসারত দিতে হল কোহলিকে
  3. খেলা দেখার বড় শখ ! হাজার মানুষের ভিড় ঠেলে বাবার কাঁধে চড়ে ইডেনে বিক্রম
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.