ETV Bharat / state

পরোটা, চিংড়ির মালাইকারি; মোদির জন্য বাঙালি রান্না করতে চান মমতা - LOK SABHA ELECTION 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 13, 2024, 7:47 PM IST

Updated : May 13, 2024, 8:15 PM IST

Mamata Banerjee Wants to Cook for PM Modi: তাঁরা একে অপরের প্রতিপক্ষ। প্রতিদিন প্রধানমন্ত্রী মোদিকে তীব্র আক্রমণ করাই তাঁর রোজনামচা। তবে এরই মধ্যে মোদির জন্য রান্না করতে চাইলেন মমতা।

Narendra Modi, Mamata Banerjee
মোদির জন্য বাঙালি রান্না করতে চান মমতা (নিজস্ব চিত্র)

ব্যারাকপুর, 13 মে: তিনি যে রাঁধেন, এ কথা রাজনীতির কারবারিরা ভালোই জানেন । বাড়ির কালিপুজোর ভোগ রান্না করে আসছেন সেই কবে থেকে । এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাঙালি পদ রান্না করে খাওয়াতে চাইলেন মমতা । ব্যারাকপুরের সভা থেকে মমতা বলেন, "ওরা বলে মাছ-মাংস-ডিম খাবেন না! কেন খাব না? কেউ পরটা খেতে ভালোবাসে। কেউ রুটি খেতে ভাবলোবাসে। কেউ আবার ভালোবাসে চিংড়ির মালাইকারি খেতে। মোদিবাবু একটু খেয়ে দেখবেন নাকি! আমি নিজে রান্না করে দেব। কাউকে দিয়ে করাব না, কথা দিচ্ছি। আপনি যদি আমায় ধোকলা খেতে বলেন, আমি খাব। আমি আগেও খেয়েছি। ওটা গুজরাতে পাওয়া যায়।"

তবে ভাষণের প্রথম থেকে শেষ পর্যন্ত যে সৌজন্য ছিল তা নয়। স্বভাবসিদ্ধ ঢঙে একাধিক প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন মমতা। উঠে আসে কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গও। পাশাপাশি কল্যাণীর এইমস নিয়েও তীব্র সমালোচনা করেন মমতা। তাঁর দাবি, হাসাপাতাল তৈরি করতে 180 একর জমি দিয়েছে রাজ্য সরকার। কিন্তু তাঁর কৃতিত্ব রাজ্য সরকারকে দেয় না। কেন্দ্রীয় সরকার রেশন নিয়েও মিথ্যাচার করছে বলে দাবি করেন মমতা। নিজের বক্তব্যের সমর্থনে বেশ কিছু তথ্যও তুলে ধরেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে একটি প্রসঙ্গে মমতা বলেন, "আমি যদি কথা দিয়ে কথা না রাখি তাহলে ভোট দেবেন না । যতটা পারব ততটাই বলব । কিন্তু দশ বছর ক্ষমতায় থাকার পর এখন মোদি বাবুসাহেবের গ্যারেন্টি দিয়ে ভোট চাইছে। দশ বছর আগে বলেছিল 15 লাখ টাকা দেবে। কিছুই দেয়নি। বছরে 2 কোটি হিসেবে দশ বছরে 20 কোটি চাকরি হওয়ার কথা ছিল। হয়নি। মানে মোদির গ্যারেন্টি ফোরটোয়েন্টি ।"

আরও পড়ুন:

  1. শেষ দেখে ছাড়ব', গাড়ি ভাঙচুর থেকে মাথা ফাটা; বিক্ষোভের মুখে হুঙ্কার দিলীপের
  2. বিক্ষিপ্ত অশান্তি ছাড়া নির্বিঘ্নে ভোট অনুব্রত-হীন বীরভূমে
Last Updated :May 13, 2024, 8:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.