ETV Bharat / sports

অলিম্পিক্স চ্যাম্পিয়নকে হারিয়ে ঐতিহাসিক জয় ভারতের! তিরন্দাজি বিশ্বকাপে পাঁচ নম্বর সোনা এল দেশে - Archery World Cup

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 28, 2024, 10:37 AM IST

Updated : Apr 28, 2024, 11:22 AM IST

Archery World Cup 2024
Archery World Cup 2024

Archery World Cup 2024: সাংহাইয়ে একের পর এক সোনা জয় ভারতের ৷ শনিবার তিরন্দাজি বিশ্বকাপে পুরুষ ও মহিলা কম্পাউন্ড দল, মিক্সড দল এবং ব্যক্তিগত বিভাগে সোনা এসেছিল ৷ আর আজ পুরুষ রিকার্ভ টিম অলিম্পিক্স জয়ীদের হারিয়ে ফের আরও এক সোনা দিল দেশকে ৷ ত্রয়ী এই দলের সোনা জয়ে তিরন্দাজি বিশ্বকাপে পাঁচ নম্বর সোনা পেল ভারত ৷

সাংহাই, 28 এপ্রিল: বড় জয় ভারতীয় তিরন্দাজদের ৷ অলিম্পিক্সজয়ী দক্ষিণ কোরিয়াকে মাত দিলেন ভারতীয় তিরন্দাজরা ৷ 14 বছর পর ঐতিহাসিক জয় সাংহাইয়ে তিরন্দাজি বিশ্বকাপে এ নিয়ে পাঁচ নম্বর সোনা পেল ভারত ৷ গতবছর হ্যাংঝাউ এশিয়ান গেমসে দারুণ পারফরম্যান্স আর্চারি ইভেন্টে ৷ গতকাল চারটি সোনা এসেছিল পুরুষ ও মহিলা দল, মিক্সড দল এবং ব্যক্তিগত ইভেন্টে ৷ আর আজ, রবিবার ভারতের ধীরাজ বোমাদেভারা, তরুণদীপ রাই এবং প্রবীণ যাদব আরও এক সোনা এনে দিল দেশকে ৷ ফাইনাল ম্যাচে হিমশীতল মানসিকতা দেখান ভারতীয় আর্চাররা।

এদিন ভারত 5-1 জিতেছে (57-57, 57-55, 55-53) ৷ এখনও পর্যন্ত 5টি স্বর্ণপদক ছাড়া 1টি রুপো ও অঙ্কিতা ভকত এবং ধীরাজ বোমাদেভারা রিকার্ভ মিক্সড দল সাংহাইতে আর্চারি বিশ্বকাপের স্টেজ 1-এ মেক্সিকোকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে। রবিবার চলতি আর্চারি বিশ্বকাপের পর্যায় 1-এ স্বর্ণপদক জিতে নতুন নজির সৃষ্টি করেছে ভারত। 14 বছর এই কোনও অলিম্পিক চ্যাম্পিয়নকে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে ভারত ৷ প্রতিযোগিতার শীর্ষ-দুই দলের মধ্যে লড়াইয়ে, ভারতীয়রা একটি সেট না-খেলেই শক্তিশালী কোরিয়ানদের ম্যাচ জিতে সোনা জয় লাভ করেছে।

তিরন্দাজির কম্পাউন্ড ইভেন্ট এবং ভারতের দাপট যেন সমার্থক হয়ে উঠেছে। সাংহাইতেও তার অন্যথা হল না। চারটি বিভাগের ফাইনালে পৌঁছে ইতিমধ্যেই তিনটিতে সোনা জিতে নিয়েছে দেশ। শনিবার মহিলাদের কম্পাউন্ড ইভেন্ট দিয়ে সোনার খাতা খোলেন জ্যোতি সুরেখা ভেনাম, অদিতি স্বামী এবং পরণীত কৌর। এশিয়াডেও তাঁদের দাপট ছিল অব্যাহত ৷ 6টি সোনা পেয়েছিল ভারত ৷ সেখানে পুরুষ, মহিলা ও দলগত ইভেন্টে তিরন্দাজরা দারুণ পারফরম্যান্স দেখিয়েছিলেন ৷ তাতে যাঁরা দেশের ঝুলিতে পদক এনে দিয়েছিলেন তাঁরা ফের একবার তিরন্দাজি বিশ্বকাপে সোনা জিতলেন ৷ এবার কোরিয়ার মতো অলিম্পিক্স চ্যাম্পিয়নদের হারিয়ে নতুন নজির গড়ল ভারত।

আরও পড়ুন:

  1. সাংহাইয়ে ভারতের জয়জয়কার, তিরন্দাজি বিশ্বকাপে সোনার হ্যাটট্রিক
  2. আসন্ন টি-20 বিশ্বকাপের দূত অলিম্পিক সোনাজয়ী উইসেন বোল্ট
  3. পায়ে পায়ে একান্ন, অবসরের এক দশক পরও বাইশ গজে পূজিত 'ক্রিকেটঈশ্বর'
Last Updated :Apr 28, 2024, 11:22 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.