ETV Bharat / sports

আসন্ন টি-20 বিশ্বকাপের দূত অলিম্পিক সোনাজয়ী উইসেন বোল্ট - ICC T20 World Cup 2024

T20 World Cup 2024: হাতে আর এক মাস কিছু বেশি সময় বাকি ৷ তারপরেই ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হবে টি-20 বিশ্বকাপ ৷ প্রথমবার আইসিসি-র কোনও অ্যাসোসিয়েট সদস্য দেশ টি-20 বিশ্বকাপের আয়োজন করছে ৷ তার আগে টুর্নামেন্ট উপলক্ষে বড় ঘোষণা ক্রিকেট নিয়ামক সংস্থার ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 25, 2024, 10:39 AM IST

ETV BHARAT
ETV BHARAT

হায়দরাবাদ, 25 এপ্রিল: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আগামী 1 জুন থেকে শুরু হতে চলা টি-20 বিশ্বকাপের অ্যাম্বাসাডর বা দূতের নাম ঘোষণা করল ৷ আটটি অলিম্পিক সোনাজয়ী স্প্রিন্টার জ্যামাইকান উইসেন বোল্টকে আইসিসি টুর্নামেন্টের দূত হিসেবে বেছে নেওয়া হয়েছে ৷ উল্লেখ্য, মেয়েদের টি-20 বিশ্বকাপের জন্য পাকিস্তান মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সানা মীরের নাম ঘোষণা করেছে আইসিসি ৷

আইসিসি টি-20 বিশ্বকাপের আর কয়েক সপ্তাহ বাকি রয়েছে ৷ তার আগে দূত হিসেবে উইসেন বোল্টের নাম টুর্নামেন্টের প্রচারে বড় ভূমিকা পালন করবে ৷ বিশেষত, মার্কিন যুক্তরাষ্ট্র ও সংলগ্ন অ্যাসোসিয়েট দেশগুলিতে ক্রিকেটের বিজ্ঞাপনের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ উইসেন বোল্টকে টি-20 বিশ্বকাপের দূত ঘোষণা করা ৷ আইসিসি-র তরফে এ নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, "আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কিংবদন্তি অলিম্পিয়াড উইসেন বোল্টকে আসন্ন আইসিসি টি-20 বিশ্বকাপের দূত ঘোষণা করল ৷ যে টুর্নামেন্টে আগামী 1-29 জুন ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত হবে ৷"

উইসেন বোল্টকে টি-20 বিশ্বকাপের দূত করার উদ্দেশ্য সম্পর্কে আইসিসি জানিয়েছে, "এ যাবতকালের সবচেয়ে বড় ক্রিকেট কার্নিভ্যাল শুরুর কয়েক সপ্তাহ আগে এই ঘোষণাটি করা হল ৷ যা নতুন প্রজন্মকে ক্রিকেট সম্পর্কে উৎসাহিত ও অনুপ্রেরণা যোগাবে ৷ বোল্টের বিশ্বব্যাপী জনপ্রিয়তার পাশাপাশি, তাঁর বিশ্ব অ্যাথলেটিক্সে অর্জন করা কৃতিত্বের কারণে তিনি টি-20 বিশ্বকাপের জন্য একজন উপযুক্ত দূত ৷"

টি-20 বিশ্বকাপের দূত হিসেবে টুর্নামেন্ট সম্পর্কিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন বোল্ট ৷ যার শুরুটা হবে আগামী সপ্তাহে টি-20 বিশ্বকাপের অ্যান্থাম দিয়ে ৷ যে অ্যালবামে উইসেন বোল্টকে দেখা যাবে শিল্পী শন পল এবং কেসের সঙ্গে ৷ পাশাপাশি, ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত টি-20 বিশ্বকাপের ম্যাচগুলিতে মাঠে থাকবেন তিনি ৷ সেই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেটের প্রচারে বিভিন্ন 'ফান ইভেন্টে' অংশ নেবেন আটটি অলিম্পিক সোনা জয়ী কিংবদন্তি স্প্রিন্টার ৷

আরও পড়ুন:

  1. কোহলিকে ওপেনার করানোর সিদ্ধান্ত দ্রাবিড়ই নিন, মন্তব্য সন্দীপ পাতিলের
  2. 4 ওভারে 73 রান! আইপিএলের ইতিহাসে লজ্জার রেকর্ড মোহিতের
  3. পায়ে পায়ে একান্ন, অবসরের এক দশক পরও বাইশ গজে পূজিত 'ক্রিকেটঈশ্বর'

হায়দরাবাদ, 25 এপ্রিল: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আগামী 1 জুন থেকে শুরু হতে চলা টি-20 বিশ্বকাপের অ্যাম্বাসাডর বা দূতের নাম ঘোষণা করল ৷ আটটি অলিম্পিক সোনাজয়ী স্প্রিন্টার জ্যামাইকান উইসেন বোল্টকে আইসিসি টুর্নামেন্টের দূত হিসেবে বেছে নেওয়া হয়েছে ৷ উল্লেখ্য, মেয়েদের টি-20 বিশ্বকাপের জন্য পাকিস্তান মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সানা মীরের নাম ঘোষণা করেছে আইসিসি ৷

আইসিসি টি-20 বিশ্বকাপের আর কয়েক সপ্তাহ বাকি রয়েছে ৷ তার আগে দূত হিসেবে উইসেন বোল্টের নাম টুর্নামেন্টের প্রচারে বড় ভূমিকা পালন করবে ৷ বিশেষত, মার্কিন যুক্তরাষ্ট্র ও সংলগ্ন অ্যাসোসিয়েট দেশগুলিতে ক্রিকেটের বিজ্ঞাপনের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ উইসেন বোল্টকে টি-20 বিশ্বকাপের দূত ঘোষণা করা ৷ আইসিসি-র তরফে এ নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, "আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কিংবদন্তি অলিম্পিয়াড উইসেন বোল্টকে আসন্ন আইসিসি টি-20 বিশ্বকাপের দূত ঘোষণা করল ৷ যে টুর্নামেন্টে আগামী 1-29 জুন ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত হবে ৷"

উইসেন বোল্টকে টি-20 বিশ্বকাপের দূত করার উদ্দেশ্য সম্পর্কে আইসিসি জানিয়েছে, "এ যাবতকালের সবচেয়ে বড় ক্রিকেট কার্নিভ্যাল শুরুর কয়েক সপ্তাহ আগে এই ঘোষণাটি করা হল ৷ যা নতুন প্রজন্মকে ক্রিকেট সম্পর্কে উৎসাহিত ও অনুপ্রেরণা যোগাবে ৷ বোল্টের বিশ্বব্যাপী জনপ্রিয়তার পাশাপাশি, তাঁর বিশ্ব অ্যাথলেটিক্সে অর্জন করা কৃতিত্বের কারণে তিনি টি-20 বিশ্বকাপের জন্য একজন উপযুক্ত দূত ৷"

টি-20 বিশ্বকাপের দূত হিসেবে টুর্নামেন্ট সম্পর্কিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন বোল্ট ৷ যার শুরুটা হবে আগামী সপ্তাহে টি-20 বিশ্বকাপের অ্যান্থাম দিয়ে ৷ যে অ্যালবামে উইসেন বোল্টকে দেখা যাবে শিল্পী শন পল এবং কেসের সঙ্গে ৷ পাশাপাশি, ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত টি-20 বিশ্বকাপের ম্যাচগুলিতে মাঠে থাকবেন তিনি ৷ সেই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেটের প্রচারে বিভিন্ন 'ফান ইভেন্টে' অংশ নেবেন আটটি অলিম্পিক সোনা জয়ী কিংবদন্তি স্প্রিন্টার ৷

আরও পড়ুন:

  1. কোহলিকে ওপেনার করানোর সিদ্ধান্ত দ্রাবিড়ই নিন, মন্তব্য সন্দীপ পাতিলের
  2. 4 ওভারে 73 রান! আইপিএলের ইতিহাসে লজ্জার রেকর্ড মোহিতের
  3. পায়ে পায়ে একান্ন, অবসরের এক দশক পরও বাইশ গজে পূজিত 'ক্রিকেটঈশ্বর'
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.