ETV Bharat / entertainment

নিখোঁজ ‘তারক মেহতা কা উলটা চশমা’ খ্যাত অভিনেতা, অপহরণের অভিযোগ পরিবারের - Actor Allegedly Kidnapped

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 27, 2024, 10:52 AM IST

Updated : Apr 27, 2024, 12:07 PM IST

Etv Bharat
Etv Bharat

Taarak Mehta Ka Ooltah Chashmah Actor Allegedly Kidnapped: খোঁজ পাওয়া যাচ্ছে না তারক মেহতা কা উলটা চশমা সিরিয়ালের অভিনেতার ৷ 5 দিন ধরে নিখোঁজ রোশন সোধির চরিত্রে অভিনয় করা গুরুচরণ সিং ৷ অপহরণের আশঙ্কায় পুলিশে অভিযোগ দায়ের করেছে তাঁর পরিবার ৷

নয়াদিল্লি, 27 এপ্রিল: খোঁজ পাওয়া যাচ্ছে না ‘তারক মেহতা কা উলটা চশমা’ খ্যাত অভিনেতা গুরুচরণ সিংয়ের ৷ 5 দিন আগে বিমান ধরার উদ্দেশ্যে বাড়ি ছাড়ার পর থেকেই তাঁর কোনও খোঁজ মেলেনি ৷ জনপ্রিয় সিরিয়ালে রোশন সোধি চরিত্রে অভিনয় করে খ্যাতির শীর্ষে পৌঁছেছিলেন তিনি ৷ যদিও পারিবারিক কারণে বেশ কয়েকমাস আগেই জনপ্রিয় টিভি সিরিয়াল থেকে অব্যাহতি নিয়েছিলেন গুরুচরণ সিং ৷

অভিনেতার পরিবারের তরফ থেকে দিল্লি পুলিশে তাঁর নিখোঁজের ঘটনা জানানো হয়েছে ৷ পরিবার সূত্রে খবর, 22 এপ্রিল সকাল সাড়ে আটটায় মুম্বই যাওয়ার জন্য বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন । সকালেই মুম্বইয়ের বিমান ধরার কথা ছিল ৷ কিন্তু তিনি মুম্বই পৌঁছননি ৷ পরিবার ভেবেছিল, তিনি বাড়িতে ফিরে আসবেন ৷ কিন্তু দীর্ঘক্ষণ কেটে গেলেও বাড়ি ফেরেননি অভিনেতা ৷ তারপর থেকে তাঁকে ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না ৷ পরিবারের আশঙ্কা, গুরুচরণকে অপহরণ করা হয়েছে ৷ ঘটনায় তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ ৷

‘তারক মেহতা কা উলটা চশমা’-তে সোধি চরিত্রটিকে প্রাণ দিয়েছিলেন গুরুচরণ ৷ টেলিভিশন পর্দায় বহু ভারতীয় পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিলেন তিনি । বাবার স্বাস্থ্য সমস্যার কারণে সিরিয়াল ছেড়ে দেন তিনি । তাঁর হঠাৎ নেওয়া সিদ্ধান্তে হতবাক হয়ে গিয়েছিলেন ইন্ডাস্ট্রির সতীর্থ থেকে শুরু করে তাঁর গুণমুগ্ধরাও ৷ গোকুলধাম সোসাইটি অন্যতম স্তম্ভের চরিত্রে যে স্বতঃস্ফূর্ততা গুরুচরণ এনেছিলেন, তা এককথায় অনবদ্য ৷ স্বভাবতই তাঁর এই খবর আসায় চিন্তায় ভক্তকূল ৷

আরও পড়ুন:

  1. সলমন খানের বাড়ি লক্ষ্য করে গুলি, 30 এপ্রিল পর্যন্ত ক্রাইম ব্রঞ্চের হেফাজতে অভিযুক্তরা
  2. প্রতারণা ও বিশ্বাসঘাতকতার শিকার জাহ্নবী, কীভাবে নিজেকে রক্ষা করবেন ?
  3. বাগদানের একদিন আগেই দুর্ঘটনায় প্রাণ হারালেন অভিনেতা সূরজ
Last Updated :Apr 27, 2024, 12:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.