ETV Bharat / entertainment

কান চলচ্চিত্র উৎসবে ঠাঁই চার পড়ুয়ার শর্ট ফিল্ম, অভিনন্দন জানাল এফটিআইআই - Cannes 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 24, 2024, 4:30 PM IST

Updated : Apr 24, 2024, 5:10 PM IST

SUNFLOWERS WERE FIRST ONES TO KNOW
কান চলচ্চিত্র উৎসবে জায়গা পেল চার পড়ুয়ার শর্ট ফিল্ম

Cannes Film Festival: 14 মে শুরু হতে চলেছে কান ফিল্ম ফেস্টিভ্যাল ৷ ইউরোপের মাটিতে এই আন্তর্জাতিক উৎসবে প্রতিযোগিতায় রয়েছে বেশ কিছু ভারতীয় ছবি ৷ তার মধ্যে নতুন সংযোজন এফটিআইআই-এর চার পড়ুয়ার 'সানফ্লাওয়ার্স ওয়্যার দ্যা ফার্স্ট ওয়ানস টু নো' শর্ট ফিল্ম ৷

হায়দরাবাদ, 24 এপ্রিল: কান ফিল্ম ফেস্টিভ্যালে নজর কাড়ছে পুনে এফটিআইআই-এর পড়ুয়ারা ৷ পায়েল কাপাডিয়া ও মৈসম আলির পর এবার এফটিআইআই চার পড়ুয়ার মিলিত প্রয়াসে তৈরি শর্ট ফিল্ম জায়গা পেল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৷ লা সিনেফ প্রতিযোগিতামূলক বিভাগে (La Cinef Competitive section) জায়গা পেল 'সানফ্লাওয়ার্স ওয়্যার দ্যা ফার্স্ট ওয়ানস টু নো', যা যে কোনও ভারতীয় চলচ্চিত্র নির্মাতাদের কাছে গর্বের বিষয় ৷

এফটিআইআই-এর তরফে সোশাল মিডিয়ায় খুশির এই খবর শেয়ার করা হয়েছে ৷ ক্যাপশনে লেখা হয়েছে, "সকলের সঙ্গে এই খবর ভাগ করে নিতে পেরে ভালো লাগছে যে এখানকার ওয়ান-ইয়ার স্টুডেন্ট উইং ছবি সানফ্লাওয়ার্স ওয়্যার দ্যা ফার্স্ট ওয়ানস টু নো, 77তম কান চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে ৷ 2 হাজার 263টি ছবির মধ্যে মোট 18টি শর্ট ফিল্ম নির্বাচিত হয়েছে ৷ যার মধ্যে রয়েছে এই ছোট ছবিও ৷ পরিচালনার সঙ্গে যুক্ত চার পড়ুয়া হলেন চিদানন্দ নায়েক (পরিচালক), সূরজ ঠাকুর (ক্যামেরা), মনোজ ভি (এডিটিং), ও অভিষেক কদম (সাউন্ড) ৷"

77তম কান চলচ্চিত্র উৎসবে, ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউটের তিন প্রতিভাবান ছাত্র কান চলচ্চিত্র উৎসবের বিভিন্ন বিভাগে প্রতিযোগিতায় নেমেছেন ৷ প্রত্যেকই পরিচালক হওয়ার কোর্স নিয়ে পড়াশোনা করছেন ৷ এঁরাই একত্রে 'সানফ্লাওয়ার্স ওয়্যার দ্য ফার্স্ট ওয়ানস টু নো' ছোট ছবি বানিয়েছেন যা জায়গা করে নিয়েছে লা সিনেফ প্রতিযোগিতায় ৷ পরিচালক চিদানন্দ এস নাইকের নাম পরিচালক হিসাবে সামনে এসেছে ৷ জানা গিয়েছে 2024-এর কান চলচ্চিত্র উৎসবে 'লা সিনেফ' পুরস্কারের জন্য আরও 17টি ছবির সঙ্গে প্রতিযোগিতা করছে এই ছবিটি ৷

মূলত এই শর্ট ফিল্মে দেখানো হয়েছে একজন বয়স্ক মহিলাকে, যাঁর পরিবার তাঁকে ছেড়ে চলে গিয়েছে ৷ দিন যাপনের জন্য তিনি গ্রামে মোরগ চুরি করতে থাকেন ৷ যার ফলে নানা সমস্যা দেখা দেয় গ্রামে ৷ মূলত, এই বিভাগে নির্বাচিত হওয়া সহজ ছিল না ৷ বিশ্বজুড়ে বিভিন্ন সিনেমা শিক্ষা প্রতিষ্ঠআনগুলি থেকে 2 হাজারের বেশি ছবি জমা পড়েছিল ৷ তার মধ্য থেকে এফটিআইআই-এর চার পড়ুয়ার এই শর্ট ফিল্ম আন্তর্জাতিক প্রতিযোগিতায় জায়গা করে নেয় ৷

এর আগে পায়েল কাপাডিয়ার 'অল উই ইমাজিন অ্যাজ লাইট' এবং মাইসাম আলির 'ইন রিট্রিট' ইতিমধ্যেই কান ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নজর কেড়েছে সিনেপ্রেমীদের ৷

আরও পড়ুন

1. মিঠুনের হাতে 'পদ্মভূষণ', সম্মানিত ঊষা উত্থুপ-রেজওয়ানা

2. 21 বছর পর 'বস' হয়ে বাংলা ছবিতে ফিরলেন রাখি গুলজার, প্রকাশ্যে মোশন পোস্টার

3. মৃণাল সেনের জন্মশতবর্ষে অঞ্জন দত্তের শ্রদ্ধার্ঘ্য, মুক্তি পাচ্ছে 'চালচিত্র এখন', দেখুন প্রথম ঝলক

Last Updated :Apr 24, 2024, 5:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.