কলকাতা, 22 এপ্রিল: 'পদ্মভূষণ' পুরস্কারে সম্মানিত মিঠুন চক্রবর্তী। একের পর এক অবদানের পর ফের আরও এক সম্মান এল তাঁর ঝুলিতে ৷ সোমবার চলচ্চিত্রজগতে একাধিক অবদানের জন্য দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই পুরস্কার নিলেন মিঠুন চক্রবর্তী ৷ চলচ্চিত্র জগতে তাঁর দীর্ঘ বর্ণময় যাত্রাপথ । তাঁর নানা ঘরানার অভিনয় মানুষ দেখেছেন। এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।
চলতি বছরের শুরুতেই পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেছিল কেন্দ্র ৷ পপ সম্রাজ্ঞী উষা উত্থুপকেও দেওয়া হয়েছে 'পদ্মভূষণ'। তিনি বাঙালি না-হয়েও 'খাঁটি বাঙালি'। ভালোবাসেন বাংলাকে। সর্বোপরি কলকাতাকে। তাঁর কপালেও সর্বদা 'ক' লেখা থাকে সেই কারণেই । এভাবেই কলকতার প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেন তিনি । মিঠুন চক্রবর্তী ছাড়াও চলতি বছরে বাংলা থেকে পদ্ম সম্মান পেয়েছেন আরও চার বাঙালি ৷ তাঁরা হলেন, পুরুলিয়ার আদিবাসী পরিবেশকর্মী দুখু মাজি এবং ছৌ-নাচের মুখোশ শিল্পী নেপালচন্দ্র সূত্রধর। উল্লেখ্য, নেপাল চন্দ্র সূত্রধর 2023 সালে প্রয়াত হয়েছেন। তিনি পাবেন মরণোত্তর সম্মান।
রয়েছেন কলকাতার মৃৎশিল্পী সনাতন রুদ্র পাল এবং বীরভূমের ভাদু শিল্পী রতন কাহার। 'পদ্মশ্রী' পেয়েছেন তাঁরা। বাংলা থেকে বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের পদ্মশ্রী পেয়েছেন একলব্য শর্মা এবং নারায়ণ চক্রবর্তী। শিল্পে পদ্মশ্রী পেলেন তাকদিরা বেগম এবং গীতা রায় বর্মন। পাশাপাশি 'পদ্মবিভূষণ' সম্মানে ভূষিত করা হয়েছে দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, অভিনেতা চিরঞ্জীবী, বৈজয়ন্তীমালা, বিন্দেশ্বর পাঠক এবং পদ্মা সুব্রহ্মণ্যমকে। বিন্দেশ্বর পাঠক পাবেন মরণোত্তর সম্মান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিল্পকলায় বাংলাদেশের গায়িকা রেজওয়ানা চৌধুরী বন্যাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছেন।
- শিল্পকলায় পদ্মভূষণ প্রাপ্তি প্রসঙ্গে অভিনেতা মিঠুন চক্রবর্তী বলেন, "আমি খুব খুশি। আমি আমার জীবনে কারও কাছে নিজের জন্য কিছু চাইনি। যখন ফোন পেলাম আমায় পদ্মভূষণ দেওয়া হচ্ছে, এক মিনিটের জন্য তখন আমি স্তম্ভিত হয়ে গেলাম। কারণ, আমি এটা আশা করিনি ৷"
- পদ্মভূষণ পুরস্কার পেয়ে গায়িকা উষা উথুপ বলেছেন, "আমি আনন্দিত। ভারতবর্ষ এবং সরকার কর্তৃক স্বীকৃত হওয়া আমার জীবনের সবচেয়ে বড় মুহূর্ত। এটি একটি বড় বিষয় যে আমার মতো সাধারণ মানুষ এই পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।"
আরও পড়ুন: