ETV Bharat / business

সোনার দাম রেকর্ড বেড়ে সর্বাধিক, 10 গ্রামের দাম কত ? - Gold Price Shoots to Record High

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 8, 2024, 8:07 PM IST

ETV BHARAT
ETV BHARAT

Gold Price Shoots to Record High: 2024 সালে সোনা বিশাল লাভ করেছে ৷ আর এ বার দিল্লিতে প্রতি 10 গ্রামের দাম সর্বাধিক রেকর্ড ছুঁলো ৷

নয়াদিল্লি, 8 এপ্রিল: দেশের রাজধানী দিল্লিতে সর্বকালীন রেকর্ড করল সোনার দাম ৷ এইচডিএফসি সিকিউরিটিজের দেওয়া হিসেবে দেখা গিয়েছে, সোমবার মূল্যবান এই ধাতুর নিরাপদ আশ্রয়ের চাহিদা বৃদ্ধির কারণে দিল্লিতে তার প্রতি 10 গ্রামের দাম 350 টাকা বেড়ে সর্বাধিক 71,700 টাকা হয়েছে ৷ সোনার দাম 2024 সালে এখনও পর্যন্ত বেশ উল্লেখযোগ্য লাভের মুখ দেখেছে ৷ আগের সেশনে, সোনার প্রতি 10 গ্রামের দাম 71,350 টাকায় শেষ হয়েছে ।

রুপোর দামও বেশ ভালোই বেড়েছে ৷ 800 টাকা থেকে বেড়ে রুপোর দাম প্রতি কেজিতে 84,000 টাকা হয়েছে । আগের ব্যবসায়, প্রতি কেজি রুপোর দাম উঠেছিল 83,200 টাকা । এইচডিএফসি সিকিউরিটিজের কমোডিটিজের সিনিয়র বিশ্লেষক শৌমিল গান্ধি এ বিষয়ে বলেন, "দিল্লির বাজারে স্পট গোল্ডের দাম (24 ক্যারেট) প্রতি 10 গ্রামে 350 টাকা বেড়ে হয়েছে 71,700 টাকা ৷ বিদেশের বাজারেও চলছে জোরদার লেনদেন।"

আন্তর্জাতিক বাজারে, কমেক্সে স্পট গোল্ড প্রতি আউন্স 2,336 মার্কিন ডলারে লেনদেন করেছে, আগের বাণিজ্যে যেখানে এসে এই দাম থেমেছিল, তার থেকে এটি 7 মার্কিন ডলার বেশি । ব্যবসায়ীরা মার্কিন চাকরির উচ্ছ্বসিত রিপোর্টে মনোযোগ দেননি ৷ পরিবর্তে কয়েক সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী প্রবণতার দিকে তাঁরা মনোযোগ দেন । এর ফলে সোমবার সোনার দাম আরেকটি রেকর্ড উচ্চতায় পৌঁছল বলে জানিয়েছেন শৌমিল গান্ধি ৷

এলকেপি সিকিউরিটিজের ভিপি রিসার্চ অ্যানালিস্ট যতীন ত্রিবেদী বলেন, "সোনার দাম তার ঊর্ধ্বমুখী গতিধারা অব্যাহত রেখেছে, যা বিশ্বব্যাপী কমেক্স মূল্যের বৃদ্ধির দ্বারা সমর্থিত, সেই মূল্য ভোরবেলা প্রতি আউন্স 2,350 মার্কিন ডলার ছুঁয়েছে ৷ তাঁর কথায়, "দীর্ঘমেয়াদি ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং আসন্ন সুদের হারের পরিবর্তনের প্রত্যাশার সঙ্গে সঙ্গে বিশ্ব কেন্দ্রীয় ব্যাংকগুলির দ্বারা স্বর্ণের চলমান ক্রয়মূল্যকে উল্লেখযোগ্য সমর্থন প্রদান করেছে । এ সপ্তাহের শেষের দিকে দাম 69,500 টাকার দিকে হতে পারে বলে আশা করা যেতে পারে ।"

এছাড়াও, রুপার দামও প্রতি আউন্স 27.80 মার্কিন ডলারে বেড়েছে । আগের সেশনে, এটি প্রতি আউন্স 27.45 মার্কিন ডলারে এসে থেমেছিল ৷

আরও পড়ুন:

  1. বিয়ের মরশুমে সোনার দাম কিছুটা কমায় স্বস্তিতে আমজনতা
  2. ঊর্ধ্বমুখী সোনার দাম ! অক্ষয় তৃতীয়াতেও বাজার না হওয়ায় হতাশ বিক্রেতারা
  3. অক্ষয় তৃতীয়ার আগেই খুশির খবর ! কমেছে সোনার দাম
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.